ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
সেমিনারে হোসেন জিল্লুর রহমান

দেশের অর্থনীতি উল্টো পথে, ছদ্ম বেকারত্ব মহামারি পর্যায়ে

  • আপডেট সময় : ০৮:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

সোমবার একটি সেমিনারে বক্তব্য রাখেন হোসেন জিল্লুর রহমান -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ছদ্ম বেকারত্ব এখন মহামারি পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ‘তরুণ সমাজের হতাশা এই সংকটের বাস্তব চিত্র তুলে ধরছে।’

সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
ড. হোসেন জিল্লুর রহমান বলেন, দারিদ্র্যের হিসাবে বাংলাদেশের অর্থনীতি উল্টো পথে হাঁটছে। পূর্ববর্তী সরকারের আমলে বৈষম্য প্রতিনিয়ত বেড়েছে। পরিসংখ্যানের প্রতি গুরুত্ব হারিয়ে গেছে। সম্প্রতি প্রকাশিত সরকারি সমীক্ষায় দেখা গেছে, প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার বেড়েছে। অর্থাৎ আমরা বাস্তবে অগ্রসর হচ্ছি না। তিনি আরো বলেন, সবার মধ্যে আত্মতুষ্টি ভর করেছে। অথচ বৈশ্বিক অর্থনীতির পরিবর্তন মোকাবিলায় প্রয়োজনীয় কাজ হচ্ছে না। আগের তুলনায় অর্থনীতির গতি অনেক কমে গেছে। এখন সময় এসেছে উন্নয়নের নতুন বয়ান তৈরির।

সেমিনারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলা হয়। বক্তারা অভিযোগ করেন, গত ১৫ বছরে যোগ্য নেতৃত্বের পরিবর্তে ‘পকেট কমিটি’র মাধ্যমে এ সংগঠন পরিচালিত হয়েছে। ব্যবসায়ীদের কল্যাণের চেয়ে রাজনৈতিক তোষামোদই বেশি গুরুত্ব পেয়েছে। তারা দ্রুত নির্বাচনের মাধ্যমে এফবিসিসিআইকে কার্যকর বণিক সমিতি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সানা/আপ্র/০৮/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সেমিনারে হোসেন জিল্লুর রহমান

দেশের অর্থনীতি উল্টো পথে, ছদ্ম বেকারত্ব মহামারি পর্যায়ে

আপডেট সময় : ০৮:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ছদ্ম বেকারত্ব এখন মহামারি পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ‘তরুণ সমাজের হতাশা এই সংকটের বাস্তব চিত্র তুলে ধরছে।’

সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
ড. হোসেন জিল্লুর রহমান বলেন, দারিদ্র্যের হিসাবে বাংলাদেশের অর্থনীতি উল্টো পথে হাঁটছে। পূর্ববর্তী সরকারের আমলে বৈষম্য প্রতিনিয়ত বেড়েছে। পরিসংখ্যানের প্রতি গুরুত্ব হারিয়ে গেছে। সম্প্রতি প্রকাশিত সরকারি সমীক্ষায় দেখা গেছে, প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার বেড়েছে। অর্থাৎ আমরা বাস্তবে অগ্রসর হচ্ছি না। তিনি আরো বলেন, সবার মধ্যে আত্মতুষ্টি ভর করেছে। অথচ বৈশ্বিক অর্থনীতির পরিবর্তন মোকাবিলায় প্রয়োজনীয় কাজ হচ্ছে না। আগের তুলনায় অর্থনীতির গতি অনেক কমে গেছে। এখন সময় এসেছে উন্নয়নের নতুন বয়ান তৈরির।

সেমিনারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলা হয়। বক্তারা অভিযোগ করেন, গত ১৫ বছরে যোগ্য নেতৃত্বের পরিবর্তে ‘পকেট কমিটি’র মাধ্যমে এ সংগঠন পরিচালিত হয়েছে। ব্যবসায়ীদের কল্যাণের চেয়ে রাজনৈতিক তোষামোদই বেশি গুরুত্ব পেয়েছে। তারা দ্রুত নির্বাচনের মাধ্যমে এফবিসিসিআইকে কার্যকর বণিক সমিতি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সানা/আপ্র/০৮/০৯/২০২৫