ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

দেশীয় ই-কমার্সগুলোর উদ্যোগ ১০-১০

  • আপডেট সময় : ১১:২০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : দেশীয় ৩০টি ই-কমার্স প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে শুরু হলো ১০-১০ অনলাইন শপিং উৎসব। প্রতিবছরের মতো এবারও ১০ অক্টোবর থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে এই উৎসব। এ সময়ে অনলাইন কেনাকাটায় নানা ছাড়, উপহার, ফ্রি ডেলিভারি, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার করছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। ২০১৮ সাল থেকে শুরু হওয়া এ উৎসব এবার পঞ্চম বছরের মতো অনুষ্ঠিত হচ্ছে।
গত সোমবার (১০ অক্টোবর) রাজধানীর কাওরান বাজারে বেসিস মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘১০-১০ শপিং উৎসব’র উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষে বক্তব্য রাখেন আজকের ডিল ও ডেলিভারি টাইগারের প্রধান ফাহিম মাশরুর। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে এই মেলার আয়োজন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ই-কমার্স সম্পর্কে জনগণের মধ্যে আস্থাহীনতা দূর করার উদ্দেশ্যে এক সঙ্গে জনসচেতনতা তৈরি করবে উৎসবে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো।’
এবারের উৎসবের স্লোগান ‘দেশের টাকা দেশেই থাকুক’ সম্পর্কে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ বৈদেশিক মুদ্রার সংকট। কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা নানাভাবে, বৈধ ও অবৈধ উপায়ে, বিদেশে চলে যাচ্ছে। কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাচ্ছে, যা আমাদের অর্থনীতির জন্য চাপ সৃষ্টি করছে। দেশের নীতিনির্ধারক, ই-কমার্স শিল্প উদ্যোক্তা এবং ভোক্তাদের এই ব্যাপারে ভূমিকা নেওয়া উচিত।’
অনুষ্ঠানে বেসিসের নির্বাহী পরিচালক ঈশা মাইনুদ্দিন বলেন, ‘দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বিদেশি বড় বড় প্রতিষ্ঠানগুলোর মোকাবিলা করতে পারবে— যদি তারা একসঙ্গে পার্টনারশিপের মাধ্যমে কাজ করতে পারে এবং ভোক্তাদের আরও ভালো অভিজ্ঞতা দিতে পারে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— যাচাই ডট কমের প্রধান আব্দুল আজিজ, ওয়ালকার্ট’র চিফ অপারেটিং অফিসার শওকত এলাহী, পাঠাও ফুডস’র নাজমুল হক, বই ফেরির স্বত্বাধিকারী মোতাহার হোসেন, বিডি শপের প্রধান জাকির হোসেন-সহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। উৎসবের অনলাইন পেমেন্ট পার্টনার বিকাশ। ডেলিভারি পার্টনার ডেলিভারি টাইগার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশীয় ই-কমার্সগুলোর উদ্যোগ ১০-১০

আপডেট সময় : ১১:২০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

প্রযুক্তি ডেস্ক : দেশীয় ৩০টি ই-কমার্স প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে শুরু হলো ১০-১০ অনলাইন শপিং উৎসব। প্রতিবছরের মতো এবারও ১০ অক্টোবর থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে এই উৎসব। এ সময়ে অনলাইন কেনাকাটায় নানা ছাড়, উপহার, ফ্রি ডেলিভারি, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার করছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। ২০১৮ সাল থেকে শুরু হওয়া এ উৎসব এবার পঞ্চম বছরের মতো অনুষ্ঠিত হচ্ছে।
গত সোমবার (১০ অক্টোবর) রাজধানীর কাওরান বাজারে বেসিস মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘১০-১০ শপিং উৎসব’র উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষে বক্তব্য রাখেন আজকের ডিল ও ডেলিভারি টাইগারের প্রধান ফাহিম মাশরুর। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে এই মেলার আয়োজন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ই-কমার্স সম্পর্কে জনগণের মধ্যে আস্থাহীনতা দূর করার উদ্দেশ্যে এক সঙ্গে জনসচেতনতা তৈরি করবে উৎসবে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো।’
এবারের উৎসবের স্লোগান ‘দেশের টাকা দেশেই থাকুক’ সম্পর্কে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ বৈদেশিক মুদ্রার সংকট। কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা নানাভাবে, বৈধ ও অবৈধ উপায়ে, বিদেশে চলে যাচ্ছে। কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাচ্ছে, যা আমাদের অর্থনীতির জন্য চাপ সৃষ্টি করছে। দেশের নীতিনির্ধারক, ই-কমার্স শিল্প উদ্যোক্তা এবং ভোক্তাদের এই ব্যাপারে ভূমিকা নেওয়া উচিত।’
অনুষ্ঠানে বেসিসের নির্বাহী পরিচালক ঈশা মাইনুদ্দিন বলেন, ‘দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বিদেশি বড় বড় প্রতিষ্ঠানগুলোর মোকাবিলা করতে পারবে— যদি তারা একসঙ্গে পার্টনারশিপের মাধ্যমে কাজ করতে পারে এবং ভোক্তাদের আরও ভালো অভিজ্ঞতা দিতে পারে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— যাচাই ডট কমের প্রধান আব্দুল আজিজ, ওয়ালকার্ট’র চিফ অপারেটিং অফিসার শওকত এলাহী, পাঠাও ফুডস’র নাজমুল হক, বই ফেরির স্বত্বাধিকারী মোতাহার হোসেন, বিডি শপের প্রধান জাকির হোসেন-সহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। উৎসবের অনলাইন পেমেন্ট পার্টনার বিকাশ। ডেলিভারি পার্টনার ডেলিভারি টাইগার।