ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

দেশি মুরগির ব্র্যান্ড গ্রামীণ প্রোটিন-এর যাত্রা শুরু

  • আপডেট সময় : ০৫:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশি মুরগির ব্র্যান্ড হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে গ্রামীণ প্রোটিন। গত বুধবার (৩০ এপ্রিল) এ ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ও সিইও মো. ইমরান। প্রধান অতিথি ছিলেন বেস্টবাজার’র প্রতিষ্ঠাতা ও সিইও মো. সোহরাব হোসেন মেহেদী। ব্র্যান্ডের সিইও মো. ইমরান বলেন, আমাদের লক্ষ্য হলো গ্রামের কৃষকদের উৎপাদিত দেশি মুরগি শহরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আমরা চাই, প্রতিটি পরিবার সুস্থ ও পুষ্টিকর খাবার পেতে সক্ষম হোক। গ্রামীণ প্রোটিন ব্র্যান্ডটি নেত্রকোনা জেলার কলমাকান্দা, দুর্গাপুর ও পূর্বধলা এবং পাহাড়ি অঞ্চল থেকে সরাসরি দেশি মুরগি সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করবে।

এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি শহুরে ভোক্তাদের কাছে প্রাকৃতিক ও পুষ্টিসমৃদ্ধ দেশি মুরগি পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। মো. ইমরান আরও জানান, গ্রামীণ প্রোটিন ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলে তাদের সরবরাহ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পণ্যের মান আরও উন্নত করার পরিকল্পনা করছে। এ নিয়ে কৃষি অর্থনীতিবিদ প্রফেসর ড. মো. সদরুল আমিন বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের নেত্রকোনা জেলার অর্থনৈতিক নতুন দিগন্ত খুলে দেবে। আমাদের এলাকার দেশি মুরগির ঢাকা শহরে ব্যাপক চাহিদা থাকায় গ্রামের প্রতিটি বাড়িতে মুরগি পালনের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিকভাবে বিশেষ করে নারী স্বাবলম্বী হচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশি মুরগির ব্র্যান্ড গ্রামীণ প্রোটিন-এর যাত্রা শুরু

আপডেট সময় : ০৫:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক : দেশি মুরগির ব্র্যান্ড হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে গ্রামীণ প্রোটিন। গত বুধবার (৩০ এপ্রিল) এ ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ও সিইও মো. ইমরান। প্রধান অতিথি ছিলেন বেস্টবাজার’র প্রতিষ্ঠাতা ও সিইও মো. সোহরাব হোসেন মেহেদী। ব্র্যান্ডের সিইও মো. ইমরান বলেন, আমাদের লক্ষ্য হলো গ্রামের কৃষকদের উৎপাদিত দেশি মুরগি শহরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আমরা চাই, প্রতিটি পরিবার সুস্থ ও পুষ্টিকর খাবার পেতে সক্ষম হোক। গ্রামীণ প্রোটিন ব্র্যান্ডটি নেত্রকোনা জেলার কলমাকান্দা, দুর্গাপুর ও পূর্বধলা এবং পাহাড়ি অঞ্চল থেকে সরাসরি দেশি মুরগি সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করবে।

এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি শহুরে ভোক্তাদের কাছে প্রাকৃতিক ও পুষ্টিসমৃদ্ধ দেশি মুরগি পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। মো. ইমরান আরও জানান, গ্রামীণ প্রোটিন ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলে তাদের সরবরাহ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পণ্যের মান আরও উন্নত করার পরিকল্পনা করছে। এ নিয়ে কৃষি অর্থনীতিবিদ প্রফেসর ড. মো. সদরুল আমিন বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের নেত্রকোনা জেলার অর্থনৈতিক নতুন দিগন্ত খুলে দেবে। আমাদের এলাকার দেশি মুরগির ঢাকা শহরে ব্যাপক চাহিদা থাকায় গ্রামের প্রতিটি বাড়িতে মুরগি পালনের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিকভাবে বিশেষ করে নারী স্বাবলম্বী হচ্ছে।