ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ মে ২০২৫

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন

  • আপডেট সময় : ০৮:৫৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফ করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ ও মানসিকভাবে দৃঢ় রয়েছেন। তার প্রতি ভালোবাসা প্রদর্শন করায় তিনি নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এছাড়া ৭ জানুয়ারি থেকে এ পর্যন্ত লন্ডনে আসা-যাওয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ মে) বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে প্রবেশের পর দুপুর আড়াইটায় সেখানকার মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

ডা. জাহিদ বলেন, সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। দীর্ঘ ১৪ ঘণ্টার জার্নির কারণে কিছুটা ক্লান্তিবোধ করলেও নেতাকর্মীদের আবেগ ও ভালোবাসার কারণে বেগম খালেদা জিয়া অনেকটা প্রশান্তি অনুভব করেছেন। দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন থাকলেও সব সময় জনগণের পাশে ছিলেন। দেশের খোঁজ খবর রেখেছেন।

ডা. জাহিদ বলেন, দেশ-বিদেশে সবার কাছেই সমাদৃত বেগম খালেদা জিয়া। কাতারের সঙ্গে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে যেতে সহযোগিতা ও চিকিৎসার ব্যবস্থা করেছেন দেশটির আমির। তার প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অপরদিকে লন্ডনে তাকে সার্বক্ষণিক সময় ও মানসিক সাপোর্ট দিয়ে পাশে থাকায় তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দেয়নি। কিন্তু আল্লাহর রহমতে তিনি সে সুযোগ পেয়েছেন।

গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’র সামনে ব্রিফ্রিংয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা বিষয়ে এক সাংবাদিক জানতে চান, জোবাইদা রহমান ১৭ বছর পর দেশে ফিরেছেন। তারেক রহমান কবে নাগাদ ফিরবেন। কারণ আপনি চার মাস লন্ডনে তার সঙ্গেই ছিলেন।

জবাবে জাহিদ হোসেন বলেন, ‘আপনি একজন সাংবাদিক। সাংবাদিকদের অনুসন্ধানী মন আছে সেই অনুসন্ধানী মন থেকে আপনাদের বোঝা উচিত জোবাইদা রহমান ১৭ বছর পর আজকে এসেছেন। ব্যারিস্টার জায়মা রহমান (তারেক রহমান ও জোবাইদা রহমানের মেয়ে) আমেরিকাতে একটি রাজনৈতিক প্রোগ্রামে অংশ নিয়েছেন। ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে যে নেতৃত্ব উনি বৃটেনে (যুক্তরাজ্যে) বসে দিচ্ছেন, সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনরুদ্ধার প্রতিষ্ঠার নেতৃত্ব দেবেন। অল্প কিছুদিনের মধ্যে হয়ত সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন।

চার মাস পর এদিন সকালে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার দুই পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানকে নিয়ে দেশে ফেরেন।

তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা ১৭ বছর পর দেশে ফিরেছেন, এটা তার রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত কিনা, এমন প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, এটা সময়ই বলে দেবে। তবে বিগত সরকারের বিভিন্ন হয়রানির কারণে দেড়যুগেরও বেশি সময়ে তিনি দেশে আসতে পারেননি। এখন আসবেন এটাই স্বাভাবিক। তিনি আসবেন আবার যাবেন। হয়তো সহসাই তারেক রহমানকে নিয়ে আবার একসঙ্গে আসবেন।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন

আপডেট সময় : ০৮:৫৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ ও মানসিকভাবে দৃঢ় রয়েছেন। তার প্রতি ভালোবাসা প্রদর্শন করায় তিনি নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এছাড়া ৭ জানুয়ারি থেকে এ পর্যন্ত লন্ডনে আসা-যাওয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ মে) বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে প্রবেশের পর দুপুর আড়াইটায় সেখানকার মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

ডা. জাহিদ বলেন, সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। দীর্ঘ ১৪ ঘণ্টার জার্নির কারণে কিছুটা ক্লান্তিবোধ করলেও নেতাকর্মীদের আবেগ ও ভালোবাসার কারণে বেগম খালেদা জিয়া অনেকটা প্রশান্তি অনুভব করেছেন। দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন থাকলেও সব সময় জনগণের পাশে ছিলেন। দেশের খোঁজ খবর রেখেছেন।

ডা. জাহিদ বলেন, দেশ-বিদেশে সবার কাছেই সমাদৃত বেগম খালেদা জিয়া। কাতারের সঙ্গে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে যেতে সহযোগিতা ও চিকিৎসার ব্যবস্থা করেছেন দেশটির আমির। তার প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অপরদিকে লন্ডনে তাকে সার্বক্ষণিক সময় ও মানসিক সাপোর্ট দিয়ে পাশে থাকায় তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দেয়নি। কিন্তু আল্লাহর রহমতে তিনি সে সুযোগ পেয়েছেন।

গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’র সামনে ব্রিফ্রিংয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা বিষয়ে এক সাংবাদিক জানতে চান, জোবাইদা রহমান ১৭ বছর পর দেশে ফিরেছেন। তারেক রহমান কবে নাগাদ ফিরবেন। কারণ আপনি চার মাস লন্ডনে তার সঙ্গেই ছিলেন।

জবাবে জাহিদ হোসেন বলেন, ‘আপনি একজন সাংবাদিক। সাংবাদিকদের অনুসন্ধানী মন আছে সেই অনুসন্ধানী মন থেকে আপনাদের বোঝা উচিত জোবাইদা রহমান ১৭ বছর পর আজকে এসেছেন। ব্যারিস্টার জায়মা রহমান (তারেক রহমান ও জোবাইদা রহমানের মেয়ে) আমেরিকাতে একটি রাজনৈতিক প্রোগ্রামে অংশ নিয়েছেন। ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে যে নেতৃত্ব উনি বৃটেনে (যুক্তরাজ্যে) বসে দিচ্ছেন, সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনরুদ্ধার প্রতিষ্ঠার নেতৃত্ব দেবেন। অল্প কিছুদিনের মধ্যে হয়ত সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন।

চার মাস পর এদিন সকালে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার দুই পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানকে নিয়ে দেশে ফেরেন।

তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা ১৭ বছর পর দেশে ফিরেছেন, এটা তার রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত কিনা, এমন প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, এটা সময়ই বলে দেবে। তবে বিগত সরকারের বিভিন্ন হয়রানির কারণে দেড়যুগেরও বেশি সময়ে তিনি দেশে আসতে পারেননি। এখন আসবেন এটাই স্বাভাবিক। তিনি আসবেন আবার যাবেন। হয়তো সহসাই তারেক রহমানকে নিয়ে আবার একসঙ্গে আসবেন।