ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

দেশকে ঋণের গভীরে নিয়ে গেছে সরকার: ফখরুল

  • আপডেট সময় : ০১:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশকে সরকার ঋণগ্রস্ত করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এতে জয়ী না হলে দেশের অর্থনীতি, সমাজ সবকিছু ধ্বংস হয়ে যাবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপির মহাসচিব।
‘কালজয়ী রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে জিয়া পরিষদ অনুষ্ঠানটি আয়োজন করে।
বিএনপির মহাসচিব বলেন, ‘মেগা প্রকল্পের নামে সরকার দেশকে ঋণের গভীরে নিয়ে গেছে। আমরা পুরোপুরি ঋণগ্রস্ত হয়ে গেছি। এই সংকট বাংলাদেশের অস্তিত্বের সংকট। আমরা যদি এটাতে জয়যুক্ত না হতে পারি, তাহলে আমাদের গণতন্ত্র বলুন, অর্থনীতি বলুন, সমাজ বলুন, আমাদের ভবিষ্যৎ বলুন- সবকিছু ধবংস হয়ে যাবে।’
পদ্মা সেতুসহ মেগা প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘পদ্মা সেতু এদেশের মানুষের পকেটের টাকায় তৈরি করা হচ্ছে। কিন্তু সমস্যাটা হলো, যেটা করতে লাগত ১০ হাজার কোটি টাকা, সেটা এখন ৩০-৪০ হাজার কোটি টাকায় হচ্ছে।’
এ সময় মির্জা ফখরুল মেট্রোরেলের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, ‘মিরপুর থেকে কিছুক্ষণ পর পর স্টেশন। এত কাছাকাছি স্টেশন পৃথিবীর আর কোথাও দেখিনি। কারণ একটাই বেশি টাকা পাওয়া যাবে। এদের লক্ষ্য দুর্নীতি, এদের লক্ষ্য হচ্ছে লুট।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের গায়ে নাকি জ্বালা হচ্ছে। গায়ে তো জ্বালা হচ্ছেই। গায়ে জ্বালা হচ্ছে পদ্মা সেতুর কারণে নয়, আমাদের গায়ে জ্বালা হচ্ছে পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা লুট হওয়ার কারণে। এটা আমাদের টাকা, আমাদের কষ্টার্জিত টাকা।’
এর আগে গতকাল বুধবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পদ্মা সেতুর জন্য সারা দেশের মানুষ খুশি হলেও বিএনপি ও তাদের দোসরদের বুকে জ্বালা সৃষ্টি হয়েছে।
জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক মুজিবুর রহমান হাওলাদার, অধ্যাপক আবু জাফর খান প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশকে ঋণের গভীরে নিয়ে গেছে সরকার: ফখরুল

আপডেট সময় : ০১:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশকে সরকার ঋণগ্রস্ত করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এতে জয়ী না হলে দেশের অর্থনীতি, সমাজ সবকিছু ধ্বংস হয়ে যাবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপির মহাসচিব।
‘কালজয়ী রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে জিয়া পরিষদ অনুষ্ঠানটি আয়োজন করে।
বিএনপির মহাসচিব বলেন, ‘মেগা প্রকল্পের নামে সরকার দেশকে ঋণের গভীরে নিয়ে গেছে। আমরা পুরোপুরি ঋণগ্রস্ত হয়ে গেছি। এই সংকট বাংলাদেশের অস্তিত্বের সংকট। আমরা যদি এটাতে জয়যুক্ত না হতে পারি, তাহলে আমাদের গণতন্ত্র বলুন, অর্থনীতি বলুন, সমাজ বলুন, আমাদের ভবিষ্যৎ বলুন- সবকিছু ধবংস হয়ে যাবে।’
পদ্মা সেতুসহ মেগা প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘পদ্মা সেতু এদেশের মানুষের পকেটের টাকায় তৈরি করা হচ্ছে। কিন্তু সমস্যাটা হলো, যেটা করতে লাগত ১০ হাজার কোটি টাকা, সেটা এখন ৩০-৪০ হাজার কোটি টাকায় হচ্ছে।’
এ সময় মির্জা ফখরুল মেট্রোরেলের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, ‘মিরপুর থেকে কিছুক্ষণ পর পর স্টেশন। এত কাছাকাছি স্টেশন পৃথিবীর আর কোথাও দেখিনি। কারণ একটাই বেশি টাকা পাওয়া যাবে। এদের লক্ষ্য দুর্নীতি, এদের লক্ষ্য হচ্ছে লুট।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের গায়ে নাকি জ্বালা হচ্ছে। গায়ে তো জ্বালা হচ্ছেই। গায়ে জ্বালা হচ্ছে পদ্মা সেতুর কারণে নয়, আমাদের গায়ে জ্বালা হচ্ছে পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা লুট হওয়ার কারণে। এটা আমাদের টাকা, আমাদের কষ্টার্জিত টাকা।’
এর আগে গতকাল বুধবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পদ্মা সেতুর জন্য সারা দেশের মানুষ খুশি হলেও বিএনপি ও তাদের দোসরদের বুকে জ্বালা সৃষ্টি হয়েছে।
জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক মুজিবুর রহমান হাওলাদার, অধ্যাপক আবু জাফর খান প্রমুখ।