ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

দেবী হয়ে এলেন মিম

  • আপডেট সময় : ০৭:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল (বুধবার) শুভ মহালয়া। এদিন সকালে অনুরাগীদের মহালয়ার শুভেচ্ছা জানালেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মহালয়ার সাতসকালে সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেন মিম। ছবিতে রীতিমতো দেবীর রূপেই দেখা গেল মিমকে। সামনে প্রদীপদানি, পদ্মফুল হাতে কর্কশিটের আল্পনার ওপর বসে মিম। মেঝেতে শাড়ির আঁচল মেলে বসে ফুলসমেত প্রদীপদানি ছুঁয়ে দেখছেন; এরপর ক্যামেরায় বিভিন্ন পোজে তাকালেন। উৎসবের সঙ্গে মিল রেখে মিম পরেছেন হাফ সিল্ক কটনের লাল পাঁড়ের সাদা শাড়ি। নাকে নাকছাবি, হাতের উপরিভাগে হাতবাজু। হাতে শাঁখা, পলা ও বালা, নখে আলতা। গলায় সিতাহার, কপালে সিঁদুর, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। এভাবেই নিজেকে দেবীরূপে সাজিয়ে অনুরাগীদের প্রশংসায় ভাসছেন তিনি।
ফেসবুকে মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘আপনি সবই পারেন।’ কেউ লিখেছেন, ‘খুব সুন্দর, চমৎকার- এক কথায় নজিরবিহীন।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘একদম মা দুর্গার মতো লাগছে, খুব সুন্দর। আপনাকেও শুভ মহালয়ার শুভেচ্ছা।’ সর্বশেষ মিমকে দেখা গেছে কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমায়। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের সঞ্জয় সমাদ্দার।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দেবী হয়ে এলেন মিম

আপডেট সময় : ০৭:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

বিনোদন ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল (বুধবার) শুভ মহালয়া। এদিন সকালে অনুরাগীদের মহালয়ার শুভেচ্ছা জানালেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মহালয়ার সাতসকালে সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেন মিম। ছবিতে রীতিমতো দেবীর রূপেই দেখা গেল মিমকে। সামনে প্রদীপদানি, পদ্মফুল হাতে কর্কশিটের আল্পনার ওপর বসে মিম। মেঝেতে শাড়ির আঁচল মেলে বসে ফুলসমেত প্রদীপদানি ছুঁয়ে দেখছেন; এরপর ক্যামেরায় বিভিন্ন পোজে তাকালেন। উৎসবের সঙ্গে মিল রেখে মিম পরেছেন হাফ সিল্ক কটনের লাল পাঁড়ের সাদা শাড়ি। নাকে নাকছাবি, হাতের উপরিভাগে হাতবাজু। হাতে শাঁখা, পলা ও বালা, নখে আলতা। গলায় সিতাহার, কপালে সিঁদুর, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। এভাবেই নিজেকে দেবীরূপে সাজিয়ে অনুরাগীদের প্রশংসায় ভাসছেন তিনি।
ফেসবুকে মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘আপনি সবই পারেন।’ কেউ লিখেছেন, ‘খুব সুন্দর, চমৎকার- এক কথায় নজিরবিহীন।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘একদম মা দুর্গার মতো লাগছে, খুব সুন্দর। আপনাকেও শুভ মহালয়ার শুভেচ্ছা।’ সর্বশেষ মিমকে দেখা গেছে কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমায়। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের সঞ্জয় সমাদ্দার।