ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

দেড়শর পর ঝড়ো সেঞ্চুরিতে আবার রেকর্ড বইয়ে লি

  • আপডেট সময় : ০৪:৫১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: রেকর্ডের তোলপাড় ফেলে দেওয়া দেড়শ রানের ইনিংসটির রেশই রয়ে গেছে এখনও। পরের ম্যাচেই আবার সেঞ্চুরি করে অনন্য কীর্তি গড়লের লিজেল লি। উইমেন’স বিগ ব্যাশে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা প্রথম ব্যাটার তিনিই। হোবার্ট হারিকেন্সের দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার বুধবার অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলেন ৫৯ বলে ১০৩ রানের ইনিংস। আগের ম্যাচেই তিনি উপহার দিয়েছিলেন এক ডজন করে চার ও ছক্কায় ৭৫ বলে ১৫০ রানের অপরাজিত ইনিংস। উইমেন’স বিগ ব্যাশে প্রথম দেড়শ রানের ইনিংস সেটি। এছাড়াও ছক্কার রেকর্ডসহ সেদিন গড়েছিলেন একগাদা রেকর্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যাডিলেইডের বিপক্ষে এই ইনিংসটিও বড় করার হাতছানি ছিল লির সামনে। শতরানে পা রাখেন তিনি ১৪তম ওভারেই। তবে পরের ওভারেই আউট হয়ে যান।
ম্যাচের দ্বিতীয় ওভারেই এ দিন ছক্কা মারার পর ব্যাট বদলান লি। নতুন ব্যাটে ছুটতে থাকেন দারুণ গতিতে। ২০ ছোঁয়ার পর অবশ্য দুই দফায় জীবন পান। সেটির খেসারত বুঝিয়ে দেন ৩৫ বলে ফিফটি করে। পরের পঞ্চাশ করতে তার বল লাগে কেবল ২২টি। লেগ স্পিনার অ্যামান্ডা-জেড ওয়েলিংটনকে টানা দুই বলে ছক্কা ও চার মেরে ৫৭ বলে শতরানে পৌঁছান তিনি। ১৩ চার ও ৪ ছক্কার ইনিংসটি শেষ হয় পঞ্চদশ ওভারে রান আউট হয়ে। উইমেন’স বিগ ব্যাশে এটি তার পঞ্চম সেঞ্চুরি। সবচেয়ে বেশি শতরানে স্পর্শ করলেন তিনি অ্যালিসা হিলির রেকর্ড। হিলির ৫ সেঞ্চুরি এসেছে ১১৭ ইনিংসে। লি তাকে ছুঁয়ে ফেললেন ৩২ ইনিংস কম খেলেই। লির সেঞ্চুরিতে এই ম্যাচে ২০ ওভারে ১৯১ রান তোলে হোবার্ট হারিকেন্স। রান তাড়ায় স্মৃতি মান্ধানা ৩২ বলে ৫১ ও লরা উলভার্ট ৪০ বলে অপরাজিত ৬৩ রান করলেও অ্যাডিলেইড স্ট্রাইকার্স আটকে যায় ১৬৩ রানে। ফিটনেস নিয়ে বিতর্কের জের ধরে ২০২২ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্রেফ ৩০ বছর বয়সেই অবসরে চলে যান লি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন এখনও। দক্ষিণ আফ্রিকার হয়ে দুই টেস্ট, ১০০ ওয়ানডে ও ৮২ টি-টোয়েন্টি খেলেছেন এই কিপার-ব্যাটার।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দেড়শর পর ঝড়ো সেঞ্চুরিতে আবার রেকর্ড বইয়ে লি

আপডেট সময় : ০৪:৫১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: রেকর্ডের তোলপাড় ফেলে দেওয়া দেড়শ রানের ইনিংসটির রেশই রয়ে গেছে এখনও। পরের ম্যাচেই আবার সেঞ্চুরি করে অনন্য কীর্তি গড়লের লিজেল লি। উইমেন’স বিগ ব্যাশে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা প্রথম ব্যাটার তিনিই। হোবার্ট হারিকেন্সের দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার বুধবার অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলেন ৫৯ বলে ১০৩ রানের ইনিংস। আগের ম্যাচেই তিনি উপহার দিয়েছিলেন এক ডজন করে চার ও ছক্কায় ৭৫ বলে ১৫০ রানের অপরাজিত ইনিংস। উইমেন’স বিগ ব্যাশে প্রথম দেড়শ রানের ইনিংস সেটি। এছাড়াও ছক্কার রেকর্ডসহ সেদিন গড়েছিলেন একগাদা রেকর্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যাডিলেইডের বিপক্ষে এই ইনিংসটিও বড় করার হাতছানি ছিল লির সামনে। শতরানে পা রাখেন তিনি ১৪তম ওভারেই। তবে পরের ওভারেই আউট হয়ে যান।
ম্যাচের দ্বিতীয় ওভারেই এ দিন ছক্কা মারার পর ব্যাট বদলান লি। নতুন ব্যাটে ছুটতে থাকেন দারুণ গতিতে। ২০ ছোঁয়ার পর অবশ্য দুই দফায় জীবন পান। সেটির খেসারত বুঝিয়ে দেন ৩৫ বলে ফিফটি করে। পরের পঞ্চাশ করতে তার বল লাগে কেবল ২২টি। লেগ স্পিনার অ্যামান্ডা-জেড ওয়েলিংটনকে টানা দুই বলে ছক্কা ও চার মেরে ৫৭ বলে শতরানে পৌঁছান তিনি। ১৩ চার ও ৪ ছক্কার ইনিংসটি শেষ হয় পঞ্চদশ ওভারে রান আউট হয়ে। উইমেন’স বিগ ব্যাশে এটি তার পঞ্চম সেঞ্চুরি। সবচেয়ে বেশি শতরানে স্পর্শ করলেন তিনি অ্যালিসা হিলির রেকর্ড। হিলির ৫ সেঞ্চুরি এসেছে ১১৭ ইনিংসে। লি তাকে ছুঁয়ে ফেললেন ৩২ ইনিংস কম খেলেই। লির সেঞ্চুরিতে এই ম্যাচে ২০ ওভারে ১৯১ রান তোলে হোবার্ট হারিকেন্স। রান তাড়ায় স্মৃতি মান্ধানা ৩২ বলে ৫১ ও লরা উলভার্ট ৪০ বলে অপরাজিত ৬৩ রান করলেও অ্যাডিলেইড স্ট্রাইকার্স আটকে যায় ১৬৩ রানে। ফিটনেস নিয়ে বিতর্কের জের ধরে ২০২২ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্রেফ ৩০ বছর বয়সেই অবসরে চলে যান লি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন এখনও। দক্ষিণ আফ্রিকার হয়ে দুই টেস্ট, ১০০ ওয়ানডে ও ৮২ টি-টোয়েন্টি খেলেছেন এই কিপার-ব্যাটার।