বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন মানেই তার স্বামী অভিনেতা ওমর সানীর কাছে বিশেষ অনুভূতির দিন। তবে গত দুই বছর ধরে এই দিনটি ঘটা করে উদযাপন করতে পারছেন না তিনি। কারণ প্রিয় স্ত্রী মৌসুমী এখন যুক্তরাষ্ট্রে। আর তিনি রয়েছেন দেশে। দূরে থাকলেও ফেসবুকে প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা জানাতে ভুলেন না তিনি।
এবারেও মৌসুমীর জন্মদিনে শুভেচ্ছা দিলেন ওমর সানী। দুটি ছবি পোস্ট করে ভালোবাসা জানিয়ে ওমর সানী ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব।’
২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে আছেন মৌসুমী। মাঝে দেশে ফেরার কথা থাকলেও ফেরা হয়নি। তাই এবারের জন্মদিনও সেখানে উদ্যাপন করতে হচ্ছে। একইভাবে গত বছরও মৌসুমীর জন্মদিনটি দেশের বাইরে কাটে। গত বছর ওমর সানী ফেসবুকে জানিয়েছিলেন, ‘জন্মদিনে মৌসুমীকে পাশে না পেয়ে মন খারাপ। কিন্তু কিছু করার নেই, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সব মেনে নিতে হবে।’
বিদেশে থাকলেও দেশের জন্মদিনগুলো মিস করেন মৌসুমী। গত বছর জন্মদিনে মৌসুমী জানিয়েছিলেন, ‘দেশে থাকলে ভক্তরা শুভেচ্ছা জানাতেন। কাছের কেউ কেউ বাসায় আসতেন কেক ও ফুল নিয়ে। বিদেশের মাটিতে বসে দেশের জন্মদিন উদ্যাপন খুব মিস করছেন।’
মৌসুমী সেই সাক্ষাৎকারে আরো বলেছিলেন, ‘সবাইকে নিয়ে জন্মদিনের আনন্দময় সময়টা নিজের মনের মতো করে কাটাতে চাই। খুব মিস করব সানী আর ফারদিনকে। তারা এ মুহূর্তে সঙ্গে থাকলে সময়টা আরো অনেক বেশি ভালো লাগার, আনন্দের হয়ে উঠত।’
১৯৭৩ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন মৌসুমী। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর। প্রথম ছবিতে তাঁর নায়ক ছিলেন সালমান শাহ। অভিনয়ের পাশাপাশি গান গাওয়া, ছবি পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মৌসুমী।
এসি/আপ্র/০৩/১১/২০২৫























