মহিউদ্দিন বিন জুবায়েদ : লোক জনবল ভাল্লাগেনা একা একা থাকি..
পরকালের চিন্তাটুকু না যায় যেনো ফাঁকি।
ভাবি শুধু— ভাবনা ভাবি নিজেকে নিই বনে..
সবুজ দেখেও মন টিকেনা চিন্তা জাগে মনে!
অশ্রু ঝরাই, পাহাড় যেমন— স্রোতস্বিনী নদী..
তবু প্রভুর দয়াটুকু ভাগ্যে মিলায় যদি?
খোলা মাঠে মন ভরে না যদিও ডাকে কাছে..
মৃত্যু যেনো ঘুরছে ভাবি এক্কেবারে পাছে।
কোন সে দূরের সেই ইস্টিশন স্বপ্ন দেখি ঘুমে..
শুয়ে থেকেও ভাল্লাগেনা এসি করা রুমে!
আকাশ থেকে ভেসে আসা সুরের আর্তনাদে..
ভাটা পড়ে এদুনিয়ার আনন্দ সব সাধে।
কেউ থাকে নাই চলে গেছে মুসাফির ওই দেশে..
মহান প্রভু ডেকে নিলে আমিও চলবো হেসে।