ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

দূরপাল্লার সাঁতারে ভেলব্রকের দারুণ কীর্তি

  • আপডেট সময় : ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ১০ কিলোমিটার ম্যারাথন সুইমিংয়ে জিতে রেকর্ড বইয়ের একটি পাতায় নিজের নাম তুলেছেন জার্মানির দূরপাল্লার সাঁতারু ফ্লোরিয়ান ভেলব্রক। টোকিওর ওদাইবা মেরিন পার্কে বৃহস্পতিবার ১ ঘণ্টা ৪৮ মিনিট ৩৩ দশমিক ৭ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ভেলব্রক। দূরপাল্লার সাঁতারে প্রথম পুরুষ বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে অলিম্পিকের পদক জয়ের কৃতিত্ব দেখালেন এই ২৩ বছর বয়সী সাঁতারু। ২৫ সেকেন্ড সময় বেশি নিয়ে এ ইভেন্টে রুপা পেয়েছেন হাঙ্গেরির ক্রিস্টোফ রাসোভস্কি। ব্রোঞ্জ পেয়েছেন ইতালির গ্রেগোরিও পালত্রিনিয়েরি; ১ ঘণ্টা ৪৯ মিনিট ০১ দশমিক ১ সেকেন্ডে সাঁতার শেষ করেন তিনি। ব্রোঞ্জ জিতে ভেলব্রকের সঙ্গে ইতিহাসে জায়গা করে নিয়েছেন পালত্রিনিয়েরিও। দুজন অলিম্পিকের এক আসরে সাঁতার ও ম্যারাথন সাঁতারে পদক জিতেছেন। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে প্রথম এই স্বাদ পেয়েছিলেন তিউনিসিয়ার মেলৌলি।
এর আগে ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ভেলব্রক ব্রোঞ্জ এবং ৮০০ মিটার ফ্রিস্টাইলে পালত্রিনিয়েরি রুপা জিতেছিলেন।
অলিম্পিকে প্রথম সোনা জিতে উচ্ছ্বসিত ভেলব্রক বলেন, “প্রথম ৭ কিলোমিটার আমার জন্য সহজ ছিল।” পানির তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল সাড়ে ৬টায় যখন সাঁতার শুরু হয় তখন কন্ডিশন আরও কঠিন হয়ে পড়ে, গরম বেড়ে যায় প্রচ-। ক্রিস্তোফ জানান, এই গেমসের জন্য কঠিন কন্ডিশনে প্রস্তুতি নিয়েছিলেন তিনি। “ফ্লোরিয়ান অজেয় ছিল। আমি চেষ্টা করেছিলাম বাকিদের মধ্যে সেরা হওয়ার।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা হতাশ-ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

দূরপাল্লার সাঁতারে ভেলব্রকের দারুণ কীর্তি

আপডেট সময় : ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : ১০ কিলোমিটার ম্যারাথন সুইমিংয়ে জিতে রেকর্ড বইয়ের একটি পাতায় নিজের নাম তুলেছেন জার্মানির দূরপাল্লার সাঁতারু ফ্লোরিয়ান ভেলব্রক। টোকিওর ওদাইবা মেরিন পার্কে বৃহস্পতিবার ১ ঘণ্টা ৪৮ মিনিট ৩৩ দশমিক ৭ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ভেলব্রক। দূরপাল্লার সাঁতারে প্রথম পুরুষ বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে অলিম্পিকের পদক জয়ের কৃতিত্ব দেখালেন এই ২৩ বছর বয়সী সাঁতারু। ২৫ সেকেন্ড সময় বেশি নিয়ে এ ইভেন্টে রুপা পেয়েছেন হাঙ্গেরির ক্রিস্টোফ রাসোভস্কি। ব্রোঞ্জ পেয়েছেন ইতালির গ্রেগোরিও পালত্রিনিয়েরি; ১ ঘণ্টা ৪৯ মিনিট ০১ দশমিক ১ সেকেন্ডে সাঁতার শেষ করেন তিনি। ব্রোঞ্জ জিতে ভেলব্রকের সঙ্গে ইতিহাসে জায়গা করে নিয়েছেন পালত্রিনিয়েরিও। দুজন অলিম্পিকের এক আসরে সাঁতার ও ম্যারাথন সাঁতারে পদক জিতেছেন। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে প্রথম এই স্বাদ পেয়েছিলেন তিউনিসিয়ার মেলৌলি।
এর আগে ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ভেলব্রক ব্রোঞ্জ এবং ৮০০ মিটার ফ্রিস্টাইলে পালত্রিনিয়েরি রুপা জিতেছিলেন।
অলিম্পিকে প্রথম সোনা জিতে উচ্ছ্বসিত ভেলব্রক বলেন, “প্রথম ৭ কিলোমিটার আমার জন্য সহজ ছিল।” পানির তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল সাড়ে ৬টায় যখন সাঁতার শুরু হয় তখন কন্ডিশন আরও কঠিন হয়ে পড়ে, গরম বেড়ে যায় প্রচ-। ক্রিস্তোফ জানান, এই গেমসের জন্য কঠিন কন্ডিশনে প্রস্তুতি নিয়েছিলেন তিনি। “ফ্লোরিয়ান অজেয় ছিল। আমি চেষ্টা করেছিলাম বাকিদের মধ্যে সেরা হওয়ার।”