ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

দুশ্চিন্তা কমাবে ফোনের ২ অ্যাপ

  • আপডেট সময় : ১০:৪০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : পরীক্ষার চিন্তা বা অফিসের কাজের চাপের ফলে প্রায়ই নানান দুশ্চিন্তা চেপে বসে মাথায়। যে কারণে খাওয়া, ঘুম ভুলে ডুবে থাকতে হয় পড়ায় কিংবা অফিসের প্রজেক্টের কাজে। এমন সময় নিজেকে রিল্যাক্স রাখার জন্য বিভিন্ন উপায় খোঁজেন অনেকে।
কারণ পরীক্ষার সময় বা বেশি কাজের চাপ, সে সময় নিজেকে শান্ত এবং স্বাচ্ছন্দ্য রাখা গুরুত্বপূর্ণ। আপনার এ মানসিক চাপ কমাতে পারে স্মার্টফোনের কয়েকটি অ্যাপ। অ্যাপগুলো আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসেই ডাউনলোড করা যাবে।
এমন কিছু মজার গেম অ্যাপ রয়েছে, যেগুলো আপনার মানসিক চাপ কমাবে। সঙ্গে মন এবং মাথা রাখবে শান্ত। কাজের মাঝে কিছু সময় একটু রিল্যাক্স করুন গেমের সঙ্গে। দেখে নিন এমন ২টি অ্যাপ সম্পর্কে-
পুট দেম ইন রাইট: এই মোবাইল অ্যাপটি একটি লুমাস গেম। গেমটিতে আপনাকে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। অর্থাৎ একটি ঘরে সবকিছু ছড়ানো থাকবে আর আপনাকে সব গুছিয়ে রাখতে হবে। এতে বিভিন্ন ধরনের মোডও রয়েছে, ‘রিল্যাক্স’ মোডে সহজ কাজগুলো করতে হয়। ‘ইউসডোম’মোডে কিছু ধাঁধাঁর সমাধান করতে হয়। নিজের প্রয়োজনমতো একটি মোড বেছে নিতে পারবেন। গেমটিতে আরও একটি উপাদান রয়েছে তা হলো একটি বিড়াল। যা একটি পোষা প্রাণীর মতোই আপনাকে ভালোবাসবে। এমনকি ঘরের বিড়ালের মতোই তার যতœ করতে পারবেন গেমে। কিছুক্ষণ এই ঘর গোছানোর কাজগুলো করলে দেখবেন দুশ্চিন্তা খানিকটা কমে গেছে।
বিজিওয়েলেড ক্লাসিক: এটি একটি ম্যাচ থ্রি গেম। যেখানে তিনটি বা তার বেশি মিলে যাওয়া টাইলসকে অনুভূমিকভাবে বা উল্লম্বভাবে সারিবদ্ধ করতে হয়। গেমটিতে একটি ‘জিন’ মোডও রয়েছে যেখানে আপনি আপনার পছন্দমতো শব্দগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। এমন আরও বেশ কিছু অ্যাপ রয়েছে। যেমন- কালার সোয়াচ, কালারিং লুনা-কালারিং বুক, লিভিরিবক্স ইত্যাদি। এগুলোতে অডিও বুক শুনতে পারবেন। রঙের খেলা আপনার মস্তিষ্ককে দেবে প্রশান্তি। সূত্র: ডেকান হেরাল্ড

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু, ৮০ টাকায় মিলবে চিনি

দুশ্চিন্তা কমাবে ফোনের ২ অ্যাপ

আপডেট সময় : ১০:৪০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩

প্রযুক্তি ডেস্ক : পরীক্ষার চিন্তা বা অফিসের কাজের চাপের ফলে প্রায়ই নানান দুশ্চিন্তা চেপে বসে মাথায়। যে কারণে খাওয়া, ঘুম ভুলে ডুবে থাকতে হয় পড়ায় কিংবা অফিসের প্রজেক্টের কাজে। এমন সময় নিজেকে রিল্যাক্স রাখার জন্য বিভিন্ন উপায় খোঁজেন অনেকে।
কারণ পরীক্ষার সময় বা বেশি কাজের চাপ, সে সময় নিজেকে শান্ত এবং স্বাচ্ছন্দ্য রাখা গুরুত্বপূর্ণ। আপনার এ মানসিক চাপ কমাতে পারে স্মার্টফোনের কয়েকটি অ্যাপ। অ্যাপগুলো আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসেই ডাউনলোড করা যাবে।
এমন কিছু মজার গেম অ্যাপ রয়েছে, যেগুলো আপনার মানসিক চাপ কমাবে। সঙ্গে মন এবং মাথা রাখবে শান্ত। কাজের মাঝে কিছু সময় একটু রিল্যাক্স করুন গেমের সঙ্গে। দেখে নিন এমন ২টি অ্যাপ সম্পর্কে-
পুট দেম ইন রাইট: এই মোবাইল অ্যাপটি একটি লুমাস গেম। গেমটিতে আপনাকে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। অর্থাৎ একটি ঘরে সবকিছু ছড়ানো থাকবে আর আপনাকে সব গুছিয়ে রাখতে হবে। এতে বিভিন্ন ধরনের মোডও রয়েছে, ‘রিল্যাক্স’ মোডে সহজ কাজগুলো করতে হয়। ‘ইউসডোম’মোডে কিছু ধাঁধাঁর সমাধান করতে হয়। নিজের প্রয়োজনমতো একটি মোড বেছে নিতে পারবেন। গেমটিতে আরও একটি উপাদান রয়েছে তা হলো একটি বিড়াল। যা একটি পোষা প্রাণীর মতোই আপনাকে ভালোবাসবে। এমনকি ঘরের বিড়ালের মতোই তার যতœ করতে পারবেন গেমে। কিছুক্ষণ এই ঘর গোছানোর কাজগুলো করলে দেখবেন দুশ্চিন্তা খানিকটা কমে গেছে।
বিজিওয়েলেড ক্লাসিক: এটি একটি ম্যাচ থ্রি গেম। যেখানে তিনটি বা তার বেশি মিলে যাওয়া টাইলসকে অনুভূমিকভাবে বা উল্লম্বভাবে সারিবদ্ধ করতে হয়। গেমটিতে একটি ‘জিন’ মোডও রয়েছে যেখানে আপনি আপনার পছন্দমতো শব্দগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। এমন আরও বেশ কিছু অ্যাপ রয়েছে। যেমন- কালার সোয়াচ, কালারিং লুনা-কালারিং বুক, লিভিরিবক্স ইত্যাদি। এগুলোতে অডিও বুক শুনতে পারবেন। রঙের খেলা আপনার মস্তিষ্ককে দেবে প্রশান্তি। সূত্র: ডেকান হেরাল্ড