ঢাকা ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাজে অনিয়ম পাওয়া গেছে: উপদেষ্টা

  • আপডেট সময় : ০৪:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বরিশাল সংবাদদাতা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, উপকূল অঞ্চলসহ বিভিন্ন জায়গায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাজে অনিয়মের সন্ধান পাওয়া গেছে। সেগুলো সুনির্দিষ্ট করে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমির সামনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম আরো বলেন, ‘বেশকিছু দিন ধরে পুরো উপকূলের শত শত কিলোমিটার দুর্গম এলাকা ঘুরে বেড়িয়েছি। বিভিন্ন জায়গায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাজে অনিয়মের দেখেছি। সেই অনিয়ম-দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই সফরে আসা হয়েছে।’

এরআগে বেলা সাড়ে ১১টায় নগরীর রাজা বাহাদুর সড়কে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নেন উপদেষ্টা। পরে সেখান থেকে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক রেজওয়ানুর রহমান প্রমুখ।

এসি/আপ্র/১৩/১০/২০২৫

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাজে অনিয়ম পাওয়া গেছে: উপদেষ্টা

আপডেট সময় : ০৪:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

বরিশাল সংবাদদাতা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, উপকূল অঞ্চলসহ বিভিন্ন জায়গায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাজে অনিয়মের সন্ধান পাওয়া গেছে। সেগুলো সুনির্দিষ্ট করে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমির সামনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম আরো বলেন, ‘বেশকিছু দিন ধরে পুরো উপকূলের শত শত কিলোমিটার দুর্গম এলাকা ঘুরে বেড়িয়েছি। বিভিন্ন জায়গায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাজে অনিয়মের দেখেছি। সেই অনিয়ম-দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই সফরে আসা হয়েছে।’

এরআগে বেলা সাড়ে ১১টায় নগরীর রাজা বাহাদুর সড়কে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নেন উপদেষ্টা। পরে সেখান থেকে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক রেজওয়ানুর রহমান প্রমুখ।

এসি/আপ্র/১৩/১০/২০২৫