ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

দুর্বৃত্তের আগুনে পুড়লো আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্রের বাড়ি

  • আপডেট সময় : ০৬:৩৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

আগুনে মানবেন্দ্রের বাড়ির একটি ঘর প্রায় পুরোটা পুড়ে গেছে। নিরাপত্তার স্বার্থে পুলিশ সেখানে জনসাধারণের উপস্থিতি সীমিত করে রেখেছে -ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকায় আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গত মঙ্গলবার (১৫ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পয়লা বৈশাখে ঢাকায় শেখ হাসিনার মুখাকৃতি বানানোর কারণে মানবেন্দ্রের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শেখ হাসিনার মুখাকৃতি বানাননি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। জাহিদ মালিকের অনুসারী আওয়ামী সমর্থকরা এই ঘটনা ঘটাতে পারে বলে স্থানীয় অনেকে মনে করছেন।

আগুনে মানবেন্দ্রের বাড়ির একটি ঘর প্রায় পুরোটা পুড়ে গেছে। নিরাপত্তার স্বার্থে পুলিশ সেখানে জনসাধারণের উপস্থিতি সীমিত করে রেখেছে। এ ঘটনার পর ওই এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে মানবেন্দ্র ঘোষ বলেন, ‘পহেলা বৈশাখে আমি শুধু বাঘের মোটিফ তৈরি করেছি। আজ দুর্বৃত্তরা আমার বাড়িতে আগুন দিয়েছে। এখন আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আগুনে একটি ঘরের সবকিছু পুড়ে গেছে। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, আগুনের খবর পাওয়ার পরপরই পুলিশ ফোর্সসহ আমি ঘটনাস্থলে এসেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

হামলাকারীদের ধরতে নির্দেশ: ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে উল্লেখ করে লিখেছেন, ‘শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা হয়েছে। তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।

জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ গত কয়েকদিন অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কানি দিচ্ছিলো তাদের ভাষ্যে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে’! এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

পাহাড় থেকে সমতল জুড়ে বাংলাদেশ মাত্রই এক অভুতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করলো। এক অন্য রকম আবেশ সবার মনে। আর এই সময়ই ওরা আক্রমণ করে এটা মনে করিয়ে দিলো জুলাই চলমান। কিন্তু ওরা জানেনা বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে আগাচ্ছে, বাংলাদেশের জনগণের ঐক্যের সামনে এরা তুচ্ছ।’

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্বৃত্তের আগুনে পুড়লো আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্রের বাড়ি

আপডেট সময় : ০৬:৩৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকায় আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গত মঙ্গলবার (১৫ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পয়লা বৈশাখে ঢাকায় শেখ হাসিনার মুখাকৃতি বানানোর কারণে মানবেন্দ্রের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শেখ হাসিনার মুখাকৃতি বানাননি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। জাহিদ মালিকের অনুসারী আওয়ামী সমর্থকরা এই ঘটনা ঘটাতে পারে বলে স্থানীয় অনেকে মনে করছেন।

আগুনে মানবেন্দ্রের বাড়ির একটি ঘর প্রায় পুরোটা পুড়ে গেছে। নিরাপত্তার স্বার্থে পুলিশ সেখানে জনসাধারণের উপস্থিতি সীমিত করে রেখেছে। এ ঘটনার পর ওই এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে মানবেন্দ্র ঘোষ বলেন, ‘পহেলা বৈশাখে আমি শুধু বাঘের মোটিফ তৈরি করেছি। আজ দুর্বৃত্তরা আমার বাড়িতে আগুন দিয়েছে। এখন আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আগুনে একটি ঘরের সবকিছু পুড়ে গেছে। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, আগুনের খবর পাওয়ার পরপরই পুলিশ ফোর্সসহ আমি ঘটনাস্থলে এসেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

হামলাকারীদের ধরতে নির্দেশ: ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে উল্লেখ করে লিখেছেন, ‘শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা হয়েছে। তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।

জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ গত কয়েকদিন অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কানি দিচ্ছিলো তাদের ভাষ্যে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে’! এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

পাহাড় থেকে সমতল জুড়ে বাংলাদেশ মাত্রই এক অভুতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করলো। এক অন্য রকম আবেশ সবার মনে। আর এই সময়ই ওরা আক্রমণ করে এটা মনে করিয়ে দিলো জুলাই চলমান। কিন্তু ওরা জানেনা বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে আগাচ্ছে, বাংলাদেশের জনগণের ঐক্যের সামনে এরা তুচ্ছ।’