ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য নিহত

  • আপডেট সময় : ০৭:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

খুলনা সংবাদদাতা : দুর্বৃত্তদের হামলায় আহত খুলনার ফুলতলা উপজেলা সদর ইউনিয়নের সদস্য ফারুক মোল্লা মারা গেছেন। বুধবার (১৯ মার্চ) রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বুধবার দুপুরে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা মধ্যপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। নিহত ফারুক মোল্লা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা হাসেম মোল্লার ছেলে। স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ে এবং মাথায় আঘাত করে। দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে তার পায়ের রগ কেটে যায়।

তার মাথার পেছনের আঘাতটি খুবই গুরুতর ছিল। ওই আঘাতের কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য রাতে তাকে নিয়ে আইসিইউ সাপোর্টেড অ্যাম্বুলেন্সযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পৌঁছালে তার অবস্থা আরও খারাপ হয়। তখন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় একটি সূত্র জানায়, নিহত ফারুক মোল্লা চরমপন্থি দলের সদস্য ছিলেন। তিনি জেলা পুলিশের ৫নং তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ফুলতলা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি স্থানীয় একটি গ্যাংয়ের প্রধান বলেও জানা গেছে। ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য নিহত

আপডেট সময় : ০৭:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

খুলনা সংবাদদাতা : দুর্বৃত্তদের হামলায় আহত খুলনার ফুলতলা উপজেলা সদর ইউনিয়নের সদস্য ফারুক মোল্লা মারা গেছেন। বুধবার (১৯ মার্চ) রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বুধবার দুপুরে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা মধ্যপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। নিহত ফারুক মোল্লা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা হাসেম মোল্লার ছেলে। স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ে এবং মাথায় আঘাত করে। দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে তার পায়ের রগ কেটে যায়।

তার মাথার পেছনের আঘাতটি খুবই গুরুতর ছিল। ওই আঘাতের কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য রাতে তাকে নিয়ে আইসিইউ সাপোর্টেড অ্যাম্বুলেন্সযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পৌঁছালে তার অবস্থা আরও খারাপ হয়। তখন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় একটি সূত্র জানায়, নিহত ফারুক মোল্লা চরমপন্থি দলের সদস্য ছিলেন। তিনি জেলা পুলিশের ৫নং তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ফুলতলা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি স্থানীয় একটি গ্যাংয়ের প্রধান বলেও জানা গেছে। ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।