ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

‘দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করবো’

  • আপডেট সময় : ০১:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা যারা জনগণের জন্য রাজনীতি করি তাদের জন্য আন্দোলন ফরজ হয়ে গেছে। এই আন্দোলনে জনগণের সম্পৃক্ততা থাকবে। দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করবো।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি আয়োজিত ‘স্বাধীন বাংলাদেশ তুমি কার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সরকারকে উদ্দেশ করে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সেই দল, যে দলের কাছে আপনারা বারবার পরাজিত হয়েছেন। কাল যদি সুষ্ঠ নির্বাচন হয়, জনগণ যদি তার মনের কথা ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারে, আবার আপনারা পরাজিত হবেন।
তিনি বলেন, পররাষ্ট্রনীতি যখন নতজানু হয়, যখন দেশের মানুষের স্বার্থ উপেক্ষিত হয়, যখন গণতন্ত্র আক্রমণের শিকার হয়, তখন এই গণতন্ত্র আত্মমর্যাদা এবং জনগণের কল্যাণের জন্য আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেটা প্রশ্নের মুখে পড়ে। কেন এটা ভাবতে হবে, স্বাধীন বাংলাদেশ কার? এই বাংলাদেশ আমার।
তিনি আরও বলেন, আজকে যে আলোচ্য বিষয়টি হয়েছে, তার কারণ আমরা ভোটের অধিকার হারিয়েছি। দলীয় প্রশাসন এবং কোনো কোনো নির্বাচন কমিশনের দালালের জন্য এই অবস্থা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করবো’

আপডেট সময় : ০১:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা যারা জনগণের জন্য রাজনীতি করি তাদের জন্য আন্দোলন ফরজ হয়ে গেছে। এই আন্দোলনে জনগণের সম্পৃক্ততা থাকবে। দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করবো।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি আয়োজিত ‘স্বাধীন বাংলাদেশ তুমি কার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সরকারকে উদ্দেশ করে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সেই দল, যে দলের কাছে আপনারা বারবার পরাজিত হয়েছেন। কাল যদি সুষ্ঠ নির্বাচন হয়, জনগণ যদি তার মনের কথা ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারে, আবার আপনারা পরাজিত হবেন।
তিনি বলেন, পররাষ্ট্রনীতি যখন নতজানু হয়, যখন দেশের মানুষের স্বার্থ উপেক্ষিত হয়, যখন গণতন্ত্র আক্রমণের শিকার হয়, তখন এই গণতন্ত্র আত্মমর্যাদা এবং জনগণের কল্যাণের জন্য আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেটা প্রশ্নের মুখে পড়ে। কেন এটা ভাবতে হবে, স্বাধীন বাংলাদেশ কার? এই বাংলাদেশ আমার।
তিনি আরও বলেন, আজকে যে আলোচ্য বিষয়টি হয়েছে, তার কারণ আমরা ভোটের অধিকার হারিয়েছি। দলীয় প্রশাসন এবং কোনো কোনো নির্বাচন কমিশনের দালালের জন্য এই অবস্থা হয়েছে।