ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির ৩ কর্মকর্তা-কর্মচারীকে অপসারণ

  • আপডেট সময় : ০১:৩৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) তিন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তারা হলেন- অঞ্চল-১ এর উপ-কর কর্মকর্তা মো. রবিউল করিম খান, ঢাকা মহানগর শিশু হাসপাতালের স্টোর কিপার রুহুল আলম ও অঞ্চল-৪ এর রেন্ট অ্যাসিসটেন্ট মোহাম্মদ রমজান আলী।
গতকাল সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে তাদের চাকরি থেকে অপসারণ করা হয়।
দপ্তর আদেশে বলা হয়, ‘ঢাকা মহানগর শিশু হাসপাতালের স্টোর কিপার রুহুল আলমের (বর্তমানে সংস্থাপন ও প্রশাসন বিভাগ (সচিবের দপ্তর) এ সংযুক্ত) বিরুদ্ধে করপোরেশনের টেন্ডার কাজে ব্যক্তিগতভাবে অর্থ বিনিয়োগসহ বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তার এমন কর্মকা-ের ফলে সংস্থাটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হওয়ায় তাকে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১৯ এর ৬৪ (২) বিধি মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে চাকুরি হতে অপসারণ করা হলো।’
আদেশে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ রমজান আলীর (বর্তমানে সংস্থাপন ও প্রশাসন বিভাগ (সচিবের দপ্তর) -এ সংযুক্ত) ব্যাপারে বলা হয়, তার বিরুদ্ধে অঞ্চল-৪ -এ রেন্ট অ্যাসিসটেন্ট পদে কর্মরত থাকাকালীন এই মর্মে অভিযোগ উত্থাপিত হয়েছে যে, তিনি ঘুষ বাণিজ্য থেকে শুরু করে ঠিকাদারদের বিভিন্ন টেন্ডার পাইয়ে দেয়াসহ করপোরেশনের গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য বাইরের লোকজনের কাছে সরবরাহ করেছেন; করপোরেশনের বিভিন্ন মার্কেটের দোকানের নামজারিকরণ এবং বাণিজ্য অনুমতিপত্র প্রদান/নবায়ন কাজে অবৈধভাবে সুবিধা প্রদান করার আশ্বাস দিয়ে গ্রাহকগদের নিকট হতে আর্থিক সুবিধা গ্রহণ করেছেন; এবং বহিরাগত লোক দিয়ে দোকানের ভাড়া, বাণিজ্য অনুমতিপত্র প্রদান/ নবায়ন ও নামজারির কাজ করিয়েছেন। তার এমন কর্মকা-ের ফলে সংস্থাটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হওয়ায় তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯’ এর ৬৪ (২) বিধি মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর স্বার্থ রক্ষার্থে চাকরি হাতে অপসারণ করা হলো। এছাড়া অঞ্চল-৩ রাজস্ব বিভাগের (বিবিধ আদায় শাখা) উপকর কর্মকর্তা মো. রবিউল করিম খানের (বর্তমানে সংস্থাপন ও প্রশাসন বিভাগ (সচিবের দপ্তর) -এ সংযুক্ত) বিরুদ্ধে রাজস্ব বিভাগ (পৌরকর শাখা), অঞ্চল-১-এ উপকর কর্মকর্তা পদে কর্মরত থাকাকালীন সময়ে ভবন/ স্থাপনার পৌরকর মূল্যায়ন কাজে গ্রাহকগণকে অবৈধভাবে পৌরকর কমিয়ে দেয়ার সুবিধা প্রদানের আশ্বাস দিয়ে তাদের নিকট হতে আর্থিক সুবিধা গ্রহণসহ বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। আদেশ বলা হয়, ‘তার এহেন কর্মকা-ের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হওয়ায় তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১৯’ এর ৬৪ (২) বিধি মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে চাকুরি হতে অপসারণ করা হলো।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির ৩ কর্মকর্তা-কর্মচারীকে অপসারণ

আপডেট সময় : ০১:৩৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) তিন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তারা হলেন- অঞ্চল-১ এর উপ-কর কর্মকর্তা মো. রবিউল করিম খান, ঢাকা মহানগর শিশু হাসপাতালের স্টোর কিপার রুহুল আলম ও অঞ্চল-৪ এর রেন্ট অ্যাসিসটেন্ট মোহাম্মদ রমজান আলী।
গতকাল সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে তাদের চাকরি থেকে অপসারণ করা হয়।
দপ্তর আদেশে বলা হয়, ‘ঢাকা মহানগর শিশু হাসপাতালের স্টোর কিপার রুহুল আলমের (বর্তমানে সংস্থাপন ও প্রশাসন বিভাগ (সচিবের দপ্তর) এ সংযুক্ত) বিরুদ্ধে করপোরেশনের টেন্ডার কাজে ব্যক্তিগতভাবে অর্থ বিনিয়োগসহ বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তার এমন কর্মকা-ের ফলে সংস্থাটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হওয়ায় তাকে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১৯ এর ৬৪ (২) বিধি মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে চাকুরি হতে অপসারণ করা হলো।’
আদেশে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ রমজান আলীর (বর্তমানে সংস্থাপন ও প্রশাসন বিভাগ (সচিবের দপ্তর) -এ সংযুক্ত) ব্যাপারে বলা হয়, তার বিরুদ্ধে অঞ্চল-৪ -এ রেন্ট অ্যাসিসটেন্ট পদে কর্মরত থাকাকালীন এই মর্মে অভিযোগ উত্থাপিত হয়েছে যে, তিনি ঘুষ বাণিজ্য থেকে শুরু করে ঠিকাদারদের বিভিন্ন টেন্ডার পাইয়ে দেয়াসহ করপোরেশনের গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য বাইরের লোকজনের কাছে সরবরাহ করেছেন; করপোরেশনের বিভিন্ন মার্কেটের দোকানের নামজারিকরণ এবং বাণিজ্য অনুমতিপত্র প্রদান/নবায়ন কাজে অবৈধভাবে সুবিধা প্রদান করার আশ্বাস দিয়ে গ্রাহকগদের নিকট হতে আর্থিক সুবিধা গ্রহণ করেছেন; এবং বহিরাগত লোক দিয়ে দোকানের ভাড়া, বাণিজ্য অনুমতিপত্র প্রদান/ নবায়ন ও নামজারির কাজ করিয়েছেন। তার এমন কর্মকা-ের ফলে সংস্থাটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হওয়ায় তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯’ এর ৬৪ (২) বিধি মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর স্বার্থ রক্ষার্থে চাকরি হাতে অপসারণ করা হলো। এছাড়া অঞ্চল-৩ রাজস্ব বিভাগের (বিবিধ আদায় শাখা) উপকর কর্মকর্তা মো. রবিউল করিম খানের (বর্তমানে সংস্থাপন ও প্রশাসন বিভাগ (সচিবের দপ্তর) -এ সংযুক্ত) বিরুদ্ধে রাজস্ব বিভাগ (পৌরকর শাখা), অঞ্চল-১-এ উপকর কর্মকর্তা পদে কর্মরত থাকাকালীন সময়ে ভবন/ স্থাপনার পৌরকর মূল্যায়ন কাজে গ্রাহকগণকে অবৈধভাবে পৌরকর কমিয়ে দেয়ার সুবিধা প্রদানের আশ্বাস দিয়ে তাদের নিকট হতে আর্থিক সুবিধা গ্রহণসহ বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। আদেশ বলা হয়, ‘তার এহেন কর্মকা-ের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হওয়ায় তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১৯’ এর ৬৪ (২) বিধি মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে চাকুরি হতে অপসারণ করা হলো।’