ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

দুর্দান্ত ফর্মের জন্য মুশতাককে কৃতিত্ব দিলেন বাটলার

  • আপডেট সময় : ১২:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • ১৩৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফর্মের তুঙ্গে আছেন রাজস্থান রয়্যালসের ইংলিশ ক্রিকেটার জশ বাটলার। ইতিমধ্যে তিনটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিতে সাত ম্যাচে এ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৯১ রান করেছেন। এমন দুর্দান্ত ফর্মের জন্য পাকিস্তানের সাবেক লেগস্পিনার মুশতাক আহমেদকে কৃতিত্ব দিলেন বাটলার। তার মতে, মুশতাকের সহায়তায় ব্যাটিংয়ে নিজের ভুল শুধরে নিতে পারায় রান করাটা সহজ হয়ে গেছে। এবারের আইপিএলে দলের দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি করেন বাটলার। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করেন ১০০ রান। আর শেষ দুই ম্যাচে টানা দুই সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১০৩ ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে করেন ১১৬ রান। গত অ্যাশেজ সিরিজে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন বাটলার। কিন্তু অ্যাশেজে ব্যাট হাতে মোটেও সুবিধা করতে পারেননি। ৪ ম্যাচের ৮ ইনিংসে করেছিলেন মাত্র ১০৭ রান! ফর্ম ফিরে পেতে আইপিএলের মঞ্চকে বেছে নেন বাটলার। আর একটি সেঞ্চুরি করলেই তিনি বিরাট কোহলির এক মৌসুমে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেবেন। এতে মুশতাক আহমেদের অবদান নিয়ে ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে বাটলার বলেন, ‘মুশতাক আহমেদ আমাকে সব সময় বলতেন, প্রথমে অফ সাইডে খেলবে এবং এরপর ধীরে ধীরে লেগ সাইডে খেলবে। তুমি যদি সব সময় লেগ সাইডে খেলার চিন্তা করো তবে কখনো অফ সাইডের বল মারতে পারবে না। ‘

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দুর্দান্ত ফর্মের জন্য মুশতাককে কৃতিত্ব দিলেন বাটলার

আপডেট সময় : ১২:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

ক্রীড়া ডেস্ক : চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফর্মের তুঙ্গে আছেন রাজস্থান রয়্যালসের ইংলিশ ক্রিকেটার জশ বাটলার। ইতিমধ্যে তিনটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিতে সাত ম্যাচে এ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৯১ রান করেছেন। এমন দুর্দান্ত ফর্মের জন্য পাকিস্তানের সাবেক লেগস্পিনার মুশতাক আহমেদকে কৃতিত্ব দিলেন বাটলার। তার মতে, মুশতাকের সহায়তায় ব্যাটিংয়ে নিজের ভুল শুধরে নিতে পারায় রান করাটা সহজ হয়ে গেছে। এবারের আইপিএলে দলের দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি করেন বাটলার। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করেন ১০০ রান। আর শেষ দুই ম্যাচে টানা দুই সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১০৩ ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে করেন ১১৬ রান। গত অ্যাশেজ সিরিজে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন বাটলার। কিন্তু অ্যাশেজে ব্যাট হাতে মোটেও সুবিধা করতে পারেননি। ৪ ম্যাচের ৮ ইনিংসে করেছিলেন মাত্র ১০৭ রান! ফর্ম ফিরে পেতে আইপিএলের মঞ্চকে বেছে নেন বাটলার। আর একটি সেঞ্চুরি করলেই তিনি বিরাট কোহলির এক মৌসুমে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেবেন। এতে মুশতাক আহমেদের অবদান নিয়ে ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে বাটলার বলেন, ‘মুশতাক আহমেদ আমাকে সব সময় বলতেন, প্রথমে অফ সাইডে খেলবে এবং এরপর ধীরে ধীরে লেগ সাইডে খেলবে। তুমি যদি সব সময় লেগ সাইডে খেলার চিন্তা করো তবে কখনো অফ সাইডের বল মারতে পারবে না। ‘