ক্রীড়া ডেস্ক: সময় যত গড়াচ্ছে, লিভারপুলে মোহামেদ সালাহর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। এমন নয় যে, তার পারফরম্যান্সে ভাটা পড়েছে কিংবা বয়স হয়ে গেছে। চলতি মৌসুমেও দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছেন মিশরের ফরোয়ার্ড, ম্যাচের পর ম্যাচ দলের জয়ে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা; কিন্তু ক্লাব কর্তারা যেন ঘুমিয়েই আছেন! আগামী জুনে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে সালাহর। ক্লাবের পক্ষ থেকে নতুন চুক্তির প্রস্তাব না পেয়ে আগেও অনেকবার ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। হতাশাভরা কণ্ঠে রাখঢাক না করেই বলেছেন যে, তার চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই হতাশা অবশ্য তার পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলতে পারেনি। চেনা ছন্দে এগিয়ে চলেছেন তিনি। সবশেষ রোববার প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচেও আলো ছড়িয়েছেন সালাহ।
টটেনহ্যাম হটস্পারের মাঠে ৬-৩ ব্যবধানের জয়ে দুটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। নতুন চুক্তির প্রস্তাব পেয়েছেন কি-না, ম্যাচের পর এমন প্রশ্নে এক শব্দের উত্তরে সালাহ বলেন, ‘না’। টটেনহ্যামের বিপক্ষে দ্যুতিময় পারফরম্যান্সে দারুণ একটি কীর্তিও গড়েছেন সালাহ। প্রিমিয়ার লিগের কোনো এক আসরে বড়দিনের আগে এই প্রথম কেউ গোল করায় ও করানোর সংখ্যায় দুই অঙ্ক স্পর্শ করলেন। এবারের লিগে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে ১৫টি গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন তিনি। দারুণ এই অর্জনে গর্বিত বোধ করছেন ৩২ বছর বয়সী সালাহ। “ম্যাচের আগে আমি এই বিষয়ে ভাবিনি। তবে এই অর্জনে আমি খুশি ও গর্বিত। আমি শুধু কঠোর পরিশ্রম করে যেতে চাই।” আসরের গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আর্লিং হলান্ডের (১৩) চেয়ে দুটি গোল এগিয়ে গেছেন সালাহ। তাতে আরও একবার তার গোল্ডেন বুট জয়ের সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে।
এর আগে মোট তিনবার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন তিনি; ২০১৭-১৮ মৌসুমে এককভাবে এবং ২০১৮-১৯ ও ২০২১-২২ মৌসুমে যৌথভাবে। ১৬ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে লিভারপুল। তাদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দুইয়ে চেলসি, একটি ম্যাচ বেশিও খেলেছে তারা।