প্রত্যাশা ডেস্ক : গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন। ওই সময় হঠাৎ গাড়ি পড়ে যায় একটি সরু জলাধারে। সেখানে এমনভাবে গাড়িটি আটকে যায় যে, তিনি আর বের হতে পারছিলেন না। এমন করে টানা ছয়দিন আটকা ছিলেন। তবে এক ব্যক্তি গাড়িটি দেখতে পাওয়ার পর অবশেষে আটকাবস্থা থেকে মুক্তি পান তিনি। ছয়দিন আটকা থাকলেও অলৌকিকভাবে বেঁচে যান তিনি।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে। স্থানীয় নিউটন কাউন্টির পুলিশ কর্মকর্তা শেনন কোঠরান সামাজিক মাধ্যমে একটি পোস্টে এ ঘটনার বিস্তারিত জানিয়েছে। তিনি বলেছেন, ব্রিয়োনা কাসেল নামে ৪১ বছর বয়সী ওই নারীর গাড়িটি গত মঙ্গলবার দেখতে পান এক ব্যক্তি। তিনি ড্রেনেজের যন্ত্রাংশের অপারেটরের কাজ করেন।
এরপর তিনি তার সুপারভাইজারকে বিষয়টি জানান। তারা গাড়িটির কাছে গিয়ে ভেতরে নারীকে দেখতে পান। ওই সময় এ নারীর জ্ঞান ছিল এবং তিনি কথাও বলতে পারছিলেন। এরপর বেশ কয়েকটি সংস্থার উদ্ধারকারীরা এসে তাকে উদ্ধার করে শিকাগো হাসেপাতালে নিয়ে যায়। এই নারী নিখোঁজ হওয়ার পর তার পরিবার তার খোঁজে পুলিশের দারস্থ হয়েছিল। এর কয়েকদিন পর তারা তার সন্ধান পান। এবিসি নিউজকে ব্রিয়োনা কাসেলের বাবা ডেলমার ক্যাল্ডওয়েল বলেছেন, তার মেয়ে বৃহস্পতিবার থেকে গাড়ির ভেতর আটকা ছিলেন। সূত্র: এএফপি