ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

  • আপডেট সময় : ০৩:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গতবছরের অভিজ্ঞতা থেকে আসন্ন দুর্গাপূজায় এবার আইনশৃঙ্খলাবাহিনীকে আরও বিশেষ তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এবছর পূজাম-পে স্থায়ীভাবে আনসারবাহিনী দায়িত্ব পালন করবে। সেই সঙ্গে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও থাকবে।
গতকাল রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, আগামী ১ অক্টোবর থেকে সারাদেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবছর সারাদেশে পূজাম-ব হচ্ছে ৩২ হাজার ১৬৮টি; যা গতবছরের চেয়ে এক হাজার বেশি। এবছর পূজার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবছর ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম কঠোরভাবে মনিটরিংয়ে রাখা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা এর মাধ্যমে দুর্গাপূজাকে ঘিরে কোনও ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজানের সময় পূজাম-পের বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে। পূজাম-পের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখার জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার পূজাম-পে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে। এমন জায়গায় পূজাম-প করা যাবে না, যেখানে গাড়ি প্রবেশ করতে পারে না। এছাড়াও পূজাম-পের স্বেচ্ছাসেবকদের বাধ্যতামূলক হাতে আর্মব্যান্ড পরার নির্দেশনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডাকসু নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ইশতেহার

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

আপডেট সময় : ০৩:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : গতবছরের অভিজ্ঞতা থেকে আসন্ন দুর্গাপূজায় এবার আইনশৃঙ্খলাবাহিনীকে আরও বিশেষ তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এবছর পূজাম-পে স্থায়ীভাবে আনসারবাহিনী দায়িত্ব পালন করবে। সেই সঙ্গে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও থাকবে।
গতকাল রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, আগামী ১ অক্টোবর থেকে সারাদেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবছর সারাদেশে পূজাম-ব হচ্ছে ৩২ হাজার ১৬৮টি; যা গতবছরের চেয়ে এক হাজার বেশি। এবছর পূজার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবছর ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম কঠোরভাবে মনিটরিংয়ে রাখা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা এর মাধ্যমে দুর্গাপূজাকে ঘিরে কোনও ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজানের সময় পূজাম-পের বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে। পূজাম-পের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখার জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার পূজাম-পে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে। এমন জায়গায় পূজাম-প করা যাবে না, যেখানে গাড়ি প্রবেশ করতে পারে না। এছাড়াও পূজাম-পের স্বেচ্ছাসেবকদের বাধ্যতামূলক হাতে আর্মব্যান্ড পরার নির্দেশনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।