অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপের বাইসাইকেল ব্র্যান্ড ‘দুরন্ত’ বিজয় দিবস উপলক্ষে বাজারে নিয়ে এসেছে চার ধরনের লাল-সবুজের বাইসাইকেল। শনিবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বাইসাইকেলের উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। অনুষ্ঠানে আরএন পাল বলেন, ‘আমরা শুরু থেকেই আন্তর্জাতিক মানের বাইসাইকেল উৎপাদন করে বাজারজাত করে আসছি এবং অল্প সময়ের মধ্যে ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়ে দেশ ও দেশের বাইরে সাইকেলের বাজারে একটি শক্ত অবস্থান তৈরি করেছি। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিজয়ের মাসে আমরা এবার দুরন্ত ব্র্যান্ডে লাল সবুজের স্পেশাল এডিশনের বাইসাইকেল বাজারজাত শুরু করেছি।’
‘দুরন্ত বাইসাইকেল’-এর প্রধান পরিচালন কর্মকর্তা সৈয়দ জয়নুল আবেদিন বলেন, ‘নতুন নতুন বাইসাইকেল উদ্ভাবনের মাধ্যমে ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নতুন এ ধরনের বাইসাইকেলে রয়েছে দেশমাতৃকার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখে এই পণ্যগুলো তৈরি করেছি। দাম সর্বনি¤œ ৬৬২৬ থেকে ৯২৭০ টাকা। ডিসেম্বর মাসজুড়ে দুরন্তের এই লাল-সবুজের বাইসাইকেল পাওয়া যাচ্ছে ১৬ শতাংশ ছাড়ে কেনাকাটার জনপ্রিয় সাইট অথবাডটকম, দুরন্ত গ্যালারি ও দুরন্ত এক্সক্লুসিভ শো-রুমগুলোতে।’ অনুষ্ঠানে দুরন্ত বাইসাইকেলের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আব্দুল কাইয়ুম, হেড অব মার্কেটিং মো. শরিফুল ইসলাম, অপারেশন ইনচার্জ রবিন খান ও ব্র্যান্ড ম্যানেজার অভিক জামিলসহ দুরন্ত বাইসাইকেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুরন্ত নিয়ে এলো লাল-সবুজের বাইসাইকেল
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ