বিনোদন প্রতিবেদক : এলা বেলা এবং হেনরি খুব ভালো বন্ধু, তারা একসাথে একটি সার্কাস বানানোর পরিকল্পনা করে। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে যায় যখন শহুরে শিশু জনি আসে। জনি এলা ও হেনরির সার্কাস পরিকল্পনার পরিহাস করে। তার কাছে সব আধুনিক খেলনা। হেনরি তার খেলনা দিয়ে খেলতে চায়। এভাবে হেনরি ও জনি ভালো বন্ধু হয়ে ওঠে, তখন এলা ঈর্ষান্বিত হয়। যখন এলা হেনরিকে দুই বন্ধুর মধ্য থেকে একজনকে বেছে নিতে বলে, তখন হেনরি কারো অনুভূতিতে আঘাত না দিয়ে পালিয়ে যায়। এবার হেনরিকে খুঁজতে এলাকে জনির সাথে সাইকেল টিমে অংশগ্রহণ করতে হয়। পথে সাইকেল আ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে তারা বন্ধুত্বের নতুন দিক উন্মোচন করে এবং হেনরিকে খুঁজে বের করে। বন্ধুত্বের চমৎকার দিক নিয়ে দুরন্ত টিভির ভাষান্তরিত সিনেমা ‘এলা বেলা বিঙ্গো’। সিনেমাটির বাংলা প্রিমিয়ার প্রচারিত হবে ১৯ আগস্ট শুক্রবার বিকেল ৩টায়। এটি দেখা যাবে শুধুমাত্র দুরন্ত টিভিতে।