বিনোদন ডেস্ক : ‘মানিকে মাগে হিতে’ গানের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া শ্রীলংকার তরুণ সংগীত শিল্পী ইয়োহানি দিলোকা ডি’ সিলভা একের পর এক দেশে কনসার্টে পারফর্ম করছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এক্সিবিশন সেন্টারে মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৭টায় পারফর্ম করবেন বলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান ইয়োহানি। এর আগে সোমবার ‘এক্সপো ২০২০ দুবাই’ এর আয়োজনে দুবাই মিলেনিয়াম এম্ফিথিয়েটারে লাইভ কনসার্টে অংশ নেন এ কণ্ঠশিল্পী; গানে গানে শ্রীলংকার সৌন্দর্য তুলে ধরেন তিনি। একই ভেন্যুতে শনিবারও আরেকটি কনসার্টে অংশ নেন ইয়োহানি। গত বছরের শেষভাগে ইয়োহানির গাওয়া ‘মানিকে মাগে হিতে’ গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে; শ্রীলংকা, ভারত ও বাংলাদেশ ছাপিয়ে বিশ্বের নানা প্রান্তে কণ্ঠের মায়াজাল ছড়িয়ে রাতারাতি তারকাখ্যাতি পান ২৮ বছর বয়সী এ তরুণী। ২০১৬ সালে একটি ইউটিউব চ্যানেল খুলে নিয়মিত গান প্রকাশ করে আসছেন ইয়োহানি; ‘‘মানিকে মাগে হিতে’ প্রকাশের পর তার ক্যারিয়ারের মোড় ঘুরে গেছে।