ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

দুবাইয়ে একসঙ্গে উপস্থাপনায় ফেরদৌস-পূর্ণিমা

  • আপডেট সময় : ১২:৫৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • ১৬৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ফেরদৌস ও পূর্ণিমা। একসঙ্গে বেশ কয়েকটি দর্শকপ্রিয় ছবিতে তারা অভিনয় করেছেন। পাশাপাশি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’-এর আসর এবং ‘মেরিল প্রথম আলো পুরস্কার’-এর অনুষ্ঠানেও একাধিক বার একসঙ্গে তারা উপস্থাপনা করেছেন। ফের তারা একসঙ্গে হাজির হচ্ছেন তাদের অনবদ্য উপস্থাপনা নিয়ে।
আগামী ১৮ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘বিজয় উৎসব ২০২১’। এই অনুষ্ঠানটি একসঙ্গে উপস্থাপনার করবেন জনপ্রিয় জুটি ফেরদৌস ও পূর্ণিমা। এ উৎসবের আয়োজক দুবাইয়ের ‘বাংলাদেশ কনস্যুলেট জেনারেল’। সহযোগিতায় আছে বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়। পূর্ণিমার সঙ্গে অনুষ্ঠানটি উপস্থাপনা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘দেশের বাইরে যারা রেমিট্যান্সযোদ্ধা, মূলত তাদের জন্যই শারজাহতে এ আয়োজন। এমন একটি আয়োজনে উপস্থিত থাকতে পারছি, এটাই ভালোলাগার। আমার সঙ্গে উপস্থাপনায় পূর্ণিমা যেমন বেশ স্বাচ্ছন্দ্যবোধ করে আমিও ঠিক তাই। আশা করছি দেশের বাইরে আমাদের প্রথম একসঙ্গে উপস্থাপনা স্মরণীয় হয়ে থাকবে।’ অন্যদিকে পূর্ণিমা বলেন, ‘এ আয়োজনে অংশ নিতে পারছি বলে সত্যিই ভীষণ আনন্দিত। সঙ্গে যথারীতি আমার খুব ভালো বন্ধু ফেরদৌস আছে। তাই আশা করছি অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে উঠবে।’ অনুষ্ঠান শেষে আগামী ২০ ডিসেম্বর ফেরদৌস ও তিনি একসঙ্গেই দেশে ফিরবেন বলে জানান এই নায়িকা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে একসঙ্গে উপস্থাপনায় ফেরদৌস-পূর্ণিমা

আপডেট সময় : ১২:৫৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ফেরদৌস ও পূর্ণিমা। একসঙ্গে বেশ কয়েকটি দর্শকপ্রিয় ছবিতে তারা অভিনয় করেছেন। পাশাপাশি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’-এর আসর এবং ‘মেরিল প্রথম আলো পুরস্কার’-এর অনুষ্ঠানেও একাধিক বার একসঙ্গে তারা উপস্থাপনা করেছেন। ফের তারা একসঙ্গে হাজির হচ্ছেন তাদের অনবদ্য উপস্থাপনা নিয়ে।
আগামী ১৮ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘বিজয় উৎসব ২০২১’। এই অনুষ্ঠানটি একসঙ্গে উপস্থাপনার করবেন জনপ্রিয় জুটি ফেরদৌস ও পূর্ণিমা। এ উৎসবের আয়োজক দুবাইয়ের ‘বাংলাদেশ কনস্যুলেট জেনারেল’। সহযোগিতায় আছে বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়। পূর্ণিমার সঙ্গে অনুষ্ঠানটি উপস্থাপনা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘দেশের বাইরে যারা রেমিট্যান্সযোদ্ধা, মূলত তাদের জন্যই শারজাহতে এ আয়োজন। এমন একটি আয়োজনে উপস্থিত থাকতে পারছি, এটাই ভালোলাগার। আমার সঙ্গে উপস্থাপনায় পূর্ণিমা যেমন বেশ স্বাচ্ছন্দ্যবোধ করে আমিও ঠিক তাই। আশা করছি দেশের বাইরে আমাদের প্রথম একসঙ্গে উপস্থাপনা স্মরণীয় হয়ে থাকবে।’ অন্যদিকে পূর্ণিমা বলেন, ‘এ আয়োজনে অংশ নিতে পারছি বলে সত্যিই ভীষণ আনন্দিত। সঙ্গে যথারীতি আমার খুব ভালো বন্ধু ফেরদৌস আছে। তাই আশা করছি অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে উঠবে।’ অনুষ্ঠান শেষে আগামী ২০ ডিসেম্বর ফেরদৌস ও তিনি একসঙ্গেই দেশে ফিরবেন বলে জানান এই নায়িকা।