ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

দুবাইয়ে আরাভকে আটকের কোনো তথ্য নেই: আইজিপি

  • আপডেট সময় : ০১:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে পুলিশ হত্যার আসামি রবিউল ইসলাম তথা আরাভ খান দুবাই পুলিশের হাতে আটক হয়েছেন এমন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘আমার কাছে এ ধরনের তথ্য এখনো নেই। এধরনের খবরও পাইনি।’
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশপ্রধান একথা বলেন। পুলিশ হত্যাকারী রবিউল ইসলাম আরাভ ইস্যুতে কোনো তথ্য আছে কি না এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘রেড নোটিশ ইস্যু হয়েছে এ পর্যন্ত তথ্য আমাদের কাছে আছে। আমাদের সঙ্গে যোগাযোগ আছে। আর আমরা তথ্য দিয়েছি বলেই তো ইন্টারপোল থেকে রেড নোটিশ জারি হয়েছে। আমাদের যোগাযোগ অব্যাহত আছে।’ আরাভ যেহেতু ভারতীয় নাগরিকত্ব নিয়ে দেশেটির পাসপোর্ট ব্যবহার করেছেন তাই তাকে ফেরত আনা সহজ হবে কিনা জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। এরপরই এ বিষয়ে বলতে পারব।’
সম্প্রতি বনানীতে খাওয়ার সময় বিএনপির অর্ধশতাধিকের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। তাহলে কী হোটেলে খাওয়া-দাওয়া করা অপরাধ? এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহার দেখলে বুঝতে পারবেন কী ধরনের মামলা হয়েছে।’
এতে কি কোনো রাজনৈতিক দলের কার্যক্রমে বাধা দেওয়া হলো না? এমন প্রশ্নে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আপনারা এফআইআর দেখেন। এটার বিষয়ে তদন্ত হবে। তদন্ত হলে আরও সব বেরিয়ে আসবে। এরপরই আমরা ব্যবস্থা নিব।’ সাংবাদিকদের অন্য প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, ওয়ারেন্ট ছাড়া কেন গ্রেপ্তার করা যাবে না? আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা এজাহার দেখেন।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দুবাইয়ে আরাভকে আটকের কোনো তথ্য নেই: আইজিপি

আপডেট সময় : ০১:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে পুলিশ হত্যার আসামি রবিউল ইসলাম তথা আরাভ খান দুবাই পুলিশের হাতে আটক হয়েছেন এমন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘আমার কাছে এ ধরনের তথ্য এখনো নেই। এধরনের খবরও পাইনি।’
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশপ্রধান একথা বলেন। পুলিশ হত্যাকারী রবিউল ইসলাম আরাভ ইস্যুতে কোনো তথ্য আছে কি না এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘রেড নোটিশ ইস্যু হয়েছে এ পর্যন্ত তথ্য আমাদের কাছে আছে। আমাদের সঙ্গে যোগাযোগ আছে। আর আমরা তথ্য দিয়েছি বলেই তো ইন্টারপোল থেকে রেড নোটিশ জারি হয়েছে। আমাদের যোগাযোগ অব্যাহত আছে।’ আরাভ যেহেতু ভারতীয় নাগরিকত্ব নিয়ে দেশেটির পাসপোর্ট ব্যবহার করেছেন তাই তাকে ফেরত আনা সহজ হবে কিনা জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। এরপরই এ বিষয়ে বলতে পারব।’
সম্প্রতি বনানীতে খাওয়ার সময় বিএনপির অর্ধশতাধিকের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। তাহলে কী হোটেলে খাওয়া-দাওয়া করা অপরাধ? এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহার দেখলে বুঝতে পারবেন কী ধরনের মামলা হয়েছে।’
এতে কি কোনো রাজনৈতিক দলের কার্যক্রমে বাধা দেওয়া হলো না? এমন প্রশ্নে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আপনারা এফআইআর দেখেন। এটার বিষয়ে তদন্ত হবে। তদন্ত হলে আরও সব বেরিয়ে আসবে। এরপরই আমরা ব্যবস্থা নিব।’ সাংবাদিকদের অন্য প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, ওয়ারেন্ট ছাড়া কেন গ্রেপ্তার করা যাবে না? আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা এজাহার দেখেন।’