ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দুবাইগামী যাত্রীর লাগেজে বিপুল বিদেশি মুদ্রা

  • আপডেট সময় : ০৬:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে মো. দুলাল জমাদ্দার নামে এক যাত্রীর হ্যান্ডলাগেজ তল্লাশি করে এসব সৌদি রিয়ালসহ তাকে আটক করা হয়। তিনি মাদারীপুর শিবচর এলাকার মো. মনসুর আলী জমাদ্দারের ছেলে। উদ্ধার হওয়া সৌদি রিয়ালের পরিমাণ ৯ লাখ ২১ হাজার ৫০০, যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪৩ ফ্লাইটে ঢাকা-চট্রগ্রাম হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী দুলাল জমাদ্দারের সন্দেহজনক গতিবিধির কারণে ফ্লাইটের কর্তব্যরত ক্রুরা তাকে অফলোড করেন। পরবর্তীতে ইউএস বাংলা কর্তৃপক্ষ তার হ্যান্ডলাগেজ নিয়ে বিমানবন্দরের নিরাপত্তা শাখায় যোগাযোগ করেন। নিরাপত্তা শাখার কর্তব্যরত ডিউটি অফিসার বাদশা ফয়সাল ও তার টিম প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেন। ওই যাত্রী একপর্যায়ে স্বীকার করেন যে তার কাছে বিদেশি মুদ্রা আছে।’ তিনি আরও জানান, পরবর্তীতে বিমানবন্দর নিরাপত্তা শাখা (এভসেক), বিমানবাহিনী টাস্কফোর্স, কাস্টমস ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে ওই যাত্রীকে বিমানবন্দর কাস্টমসের কাছে সোপর্দ করা হয়। পরে যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল পাওয়া যায়। যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার সমমূল্যের। আটক যাত্রীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দুবাইগামী যাত্রীর লাগেজে বিপুল বিদেশি মুদ্রা

আপডেট সময় : ০৬:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে মো. দুলাল জমাদ্দার নামে এক যাত্রীর হ্যান্ডলাগেজ তল্লাশি করে এসব সৌদি রিয়ালসহ তাকে আটক করা হয়। তিনি মাদারীপুর শিবচর এলাকার মো. মনসুর আলী জমাদ্দারের ছেলে। উদ্ধার হওয়া সৌদি রিয়ালের পরিমাণ ৯ লাখ ২১ হাজার ৫০০, যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪৩ ফ্লাইটে ঢাকা-চট্রগ্রাম হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী দুলাল জমাদ্দারের সন্দেহজনক গতিবিধির কারণে ফ্লাইটের কর্তব্যরত ক্রুরা তাকে অফলোড করেন। পরবর্তীতে ইউএস বাংলা কর্তৃপক্ষ তার হ্যান্ডলাগেজ নিয়ে বিমানবন্দরের নিরাপত্তা শাখায় যোগাযোগ করেন। নিরাপত্তা শাখার কর্তব্যরত ডিউটি অফিসার বাদশা ফয়সাল ও তার টিম প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেন। ওই যাত্রী একপর্যায়ে স্বীকার করেন যে তার কাছে বিদেশি মুদ্রা আছে।’ তিনি আরও জানান, পরবর্তীতে বিমানবন্দর নিরাপত্তা শাখা (এভসেক), বিমানবাহিনী টাস্কফোর্স, কাস্টমস ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে ওই যাত্রীকে বিমানবন্দর কাস্টমসের কাছে সোপর্দ করা হয়। পরে যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল পাওয়া যায়। যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার সমমূল্যের। আটক যাত্রীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।