ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

দু’দিন আগেই কাতার যাচ্ছে বাংলাদেশ?

  • আপডেট সময় : ১০:১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • ৯৫ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি তিনটি ম্যাচ খেলার আগে সৌদি আরব যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। সেখানে অনুশীলনের পাশাপাশি প্রস্তুতি ম্যাচও খেলার কথা। কিন্তু কোয়ারেন্টিন জটিলতায় শেষ পর্যন্ত যাওয়া হয়নি। এখন ভিন্ন পরিকল্পনায় হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সৌদি যাওয়া সফল না হওয়ায় আগেভাগেই কাতারে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ দল।
আগের তারিখ অনুযায়ী আগামী ৩০ মে কাতার যাওয়ার কথা জামাল ভূঁইয়াদের। এখন দুইদিন আগে যেতে পারলে কোয়ারেন্টিন পর্বটা আগেই শেষ করতে পারবে পুরো দল। তাতে বাড়তি অনুশীলনেরও সুযোগ পাওয়া যাবে। এর পর সূচি অনুযায়ী আগামী ৩ জুন আফগানিস্তান,৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা।
এখন আগেভাগে কাতার যাওয়া নিয়ে বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেছেন, ‘আমরা দুইদিন আগেই কাতার যাওয়ার চেষ্টা করছি।দুইদিন আগে গেলে কোয়ারেন্টিন পর্ব আগেই শেষ করা যাবে। আজই বিকালেই নিশ্চিত হবে সবকিছু। আগে যেতে পারলে সেখানে গিয়ে অনুশীলন করতে পারবো।’
এদিকে বাংলাদেশের গ্রুপে থাকা অন্য দেশগুলো বিভিন্ন জায়গায় অনুশীলনের পাশাপাশি ম্যাচও খেলছে। সেখানে জামালরা দেশেই ঘাম ঝরিয়ে যাচ্ছে। তবে সৌদি আরবে গিয়ে অনুশীলন করতে পারলে ভালো হতো বলে ডিফেন্ডার রহমত মিয়ার অভিমত, ‘সৌদি আরব যেতে পারলে ভালো হতো। সেখানে প্রস্তুতি ম্যাচ খেললে ভুলগুলো চোখে পড়তো। তবে আমাদের যত প্রতিকূলতাই আসুক না কেন, এগিয়ে যেতে হবে।’
সৌদিতে প্রস্তুতি ম্যাচ খেলতে না পারলেও ঢাকাতে কাল শেখ জামালের বিপক্ষে খেলার কথা রয়েছে জেমি ডের শিষ্যদের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দু’দিন আগেই কাতার যাচ্ছে বাংলাদেশ?

আপডেট সময় : ১০:১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি তিনটি ম্যাচ খেলার আগে সৌদি আরব যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। সেখানে অনুশীলনের পাশাপাশি প্রস্তুতি ম্যাচও খেলার কথা। কিন্তু কোয়ারেন্টিন জটিলতায় শেষ পর্যন্ত যাওয়া হয়নি। এখন ভিন্ন পরিকল্পনায় হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সৌদি যাওয়া সফল না হওয়ায় আগেভাগেই কাতারে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ দল।
আগের তারিখ অনুযায়ী আগামী ৩০ মে কাতার যাওয়ার কথা জামাল ভূঁইয়াদের। এখন দুইদিন আগে যেতে পারলে কোয়ারেন্টিন পর্বটা আগেই শেষ করতে পারবে পুরো দল। তাতে বাড়তি অনুশীলনেরও সুযোগ পাওয়া যাবে। এর পর সূচি অনুযায়ী আগামী ৩ জুন আফগানিস্তান,৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা।
এখন আগেভাগে কাতার যাওয়া নিয়ে বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেছেন, ‘আমরা দুইদিন আগেই কাতার যাওয়ার চেষ্টা করছি।দুইদিন আগে গেলে কোয়ারেন্টিন পর্ব আগেই শেষ করা যাবে। আজই বিকালেই নিশ্চিত হবে সবকিছু। আগে যেতে পারলে সেখানে গিয়ে অনুশীলন করতে পারবো।’
এদিকে বাংলাদেশের গ্রুপে থাকা অন্য দেশগুলো বিভিন্ন জায়গায় অনুশীলনের পাশাপাশি ম্যাচও খেলছে। সেখানে জামালরা দেশেই ঘাম ঝরিয়ে যাচ্ছে। তবে সৌদি আরবে গিয়ে অনুশীলন করতে পারলে ভালো হতো বলে ডিফেন্ডার রহমত মিয়ার অভিমত, ‘সৌদি আরব যেতে পারলে ভালো হতো। সেখানে প্রস্তুতি ম্যাচ খেললে ভুলগুলো চোখে পড়তো। তবে আমাদের যত প্রতিকূলতাই আসুক না কেন, এগিয়ে যেতে হবে।’
সৌদিতে প্রস্তুতি ম্যাচ খেলতে না পারলেও ঢাকাতে কাল শেখ জামালের বিপক্ষে খেলার কথা রয়েছে জেমি ডের শিষ্যদের।