ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

দুদিনের সফরে সৌদি আরব যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ০১:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের সিদ্ধান্ত নিয়ে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব বাড়ার মধ্যেই দেশটিতে দুদিনের সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
সৌদি আরবে শির সফর নিয়ে কয়েক মাস ধরে চলা গুঞ্জনের মধ্যে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর দিল। চীনের প্রেসিডেন্ট বৃহস্পতিবার দুই দিনের সফরে সৌদি আরবে যাচ্ছেন বলে চারটি সূত্রে বরাতে জানিয়েছে সিএনএন। তবে রিয়াদ ও বেইজিংয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট রিয়াদে চীন-আরব শীর্ষ সম্মেলন ও চীন-জিসিসি সম্মেলনে অংশ নেবেন। চীন-আরব শীর্ষ সম্মেলনে আরবের ১৪টি দেশের প্রধান অংশ নিতে পারেন। ২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগজি হত্যাকে ঘিরে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা তৈরি হয়। তার মধ্যে চলতি বছরের গত অক্টোবরে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের কয়েকটি সিদ্ধান্তের জেরে দুদেশের মধ্যে দূরত্ব আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় ওপেক প্লাস। এতে ক্ষুব্ধ প্রেসিডেন্ট বাইডেন সৌদি আরবের সঙ্গে মার্কিন সম্পর্ক অবনতির পরিণামের ফল ভুগতে হবে বলে সৌদি আরবকে হুঁশিয়ারিও দেন। তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তের মাধ্যমে সৌদি আরব যুদ্ধরত রাশিয়াকে সহায়তা করছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র; তবে এ অভিযোগ অস্বীকার করেছে রিয়াদ। যদিও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ওপেক প্লাসের সিদ্ধান্তটি সম্পূর্ণরূপে অর্থনৈতিক এবং এর সদস্য দেশগুলি সর্বসম্মতভাবে নিয়েছে। জোটের সদস্যরা দায়িত্বশীলভাবে কাজ করেছে এবং যথাযথ সিদ্ধান্ত নিয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদিনের সফরে সৌদি আরব যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

আপডেট সময় : ০১:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের সিদ্ধান্ত নিয়ে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব বাড়ার মধ্যেই দেশটিতে দুদিনের সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
সৌদি আরবে শির সফর নিয়ে কয়েক মাস ধরে চলা গুঞ্জনের মধ্যে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর দিল। চীনের প্রেসিডেন্ট বৃহস্পতিবার দুই দিনের সফরে সৌদি আরবে যাচ্ছেন বলে চারটি সূত্রে বরাতে জানিয়েছে সিএনএন। তবে রিয়াদ ও বেইজিংয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট রিয়াদে চীন-আরব শীর্ষ সম্মেলন ও চীন-জিসিসি সম্মেলনে অংশ নেবেন। চীন-আরব শীর্ষ সম্মেলনে আরবের ১৪টি দেশের প্রধান অংশ নিতে পারেন। ২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগজি হত্যাকে ঘিরে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা তৈরি হয়। তার মধ্যে চলতি বছরের গত অক্টোবরে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের কয়েকটি সিদ্ধান্তের জেরে দুদেশের মধ্যে দূরত্ব আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় ওপেক প্লাস। এতে ক্ষুব্ধ প্রেসিডেন্ট বাইডেন সৌদি আরবের সঙ্গে মার্কিন সম্পর্ক অবনতির পরিণামের ফল ভুগতে হবে বলে সৌদি আরবকে হুঁশিয়ারিও দেন। তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তের মাধ্যমে সৌদি আরব যুদ্ধরত রাশিয়াকে সহায়তা করছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র; তবে এ অভিযোগ অস্বীকার করেছে রিয়াদ। যদিও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ওপেক প্লাসের সিদ্ধান্তটি সম্পূর্ণরূপে অর্থনৈতিক এবং এর সদস্য দেশগুলি সর্বসম্মতভাবে নিয়েছে। জোটের সদস্যরা দায়িত্বশীলভাবে কাজ করেছে এবং যথাযথ সিদ্ধান্ত নিয়েছে।