ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

দুদক ভালো লন্ড্রি, আ.লীগের লোকদের পরিচ্ছন্নতার সার্টিফিকেট দেয় : গয়েশ্বর

  • আপডেট সময় : ০১:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, দুদককে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়। দুদক আওয়ামী লীগ নেতাদের দুর্নীতিবিরোধী সনদ দেয়, আর বিরোধীদলীয় নেতাদের হয়রানি করে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দুর্নীতি দমন কমিশন একটা ভালো লন্ড্রি। এখানে আওয়ামী লীগের লোকেরা যাবে, আর পরিষ্কার-পরিচ্ছন্নতার একটা সার্টিফিকেট নিয়ে আসবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত জাতীয় সরকার নিয়ে কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় স্বার্থে নির্বাচনের পর জাতীয় সরকারের কথা বলেছেন। সরকারের পতন ঘটিয়ে এ জাতীয় সরকার করা হবে। বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে জনগণ সুশাসন চায়। আর এ সুশাসন নিশ্চিত করতে গেলে, দুর্নীতিকে নির্মূল করতে গেলে, অপশাসনকে রাষ্ট্রীয় যন্ত্র থেকে বিতাড়িত করতে হলে, জাতীয় ঐকমত্যে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে।
খালেদা জিয়া ও বিএনপির নেতাদের নিয়ে পুলিশের দুই কর্মকর্তার করা মন্তব্যের সমালোচনা করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি এই দুই পুলিশ কর্মকর্তাকে চাকরি ছেড়ে রাজনীতি করার পরামর্শ দেন। কৃষি উপকরণের সীমাহীন মূল্যবৃদ্ধি ও সেচের পানির অভাবে কৃষকের আত্মহত্যার কারণ উদ্ঘাটন ও দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল এ প্রতিবাদ সভার আয়োজন করে। কৃষক দলের সভাপতি হাসান জাফিরসহ অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান ফায়ার সার্ভিস ডিজির

দুদক ভালো লন্ড্রি, আ.লীগের লোকদের পরিচ্ছন্নতার সার্টিফিকেট দেয় : গয়েশ্বর

আপডেট সময় : ০১:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, দুদককে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়। দুদক আওয়ামী লীগ নেতাদের দুর্নীতিবিরোধী সনদ দেয়, আর বিরোধীদলীয় নেতাদের হয়রানি করে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দুর্নীতি দমন কমিশন একটা ভালো লন্ড্রি। এখানে আওয়ামী লীগের লোকেরা যাবে, আর পরিষ্কার-পরিচ্ছন্নতার একটা সার্টিফিকেট নিয়ে আসবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত জাতীয় সরকার নিয়ে কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় স্বার্থে নির্বাচনের পর জাতীয় সরকারের কথা বলেছেন। সরকারের পতন ঘটিয়ে এ জাতীয় সরকার করা হবে। বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে জনগণ সুশাসন চায়। আর এ সুশাসন নিশ্চিত করতে গেলে, দুর্নীতিকে নির্মূল করতে গেলে, অপশাসনকে রাষ্ট্রীয় যন্ত্র থেকে বিতাড়িত করতে হলে, জাতীয় ঐকমত্যে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে।
খালেদা জিয়া ও বিএনপির নেতাদের নিয়ে পুলিশের দুই কর্মকর্তার করা মন্তব্যের সমালোচনা করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি এই দুই পুলিশ কর্মকর্তাকে চাকরি ছেড়ে রাজনীতি করার পরামর্শ দেন। কৃষি উপকরণের সীমাহীন মূল্যবৃদ্ধি ও সেচের পানির অভাবে কৃষকের আত্মহত্যার কারণ উদ্ঘাটন ও দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল এ প্রতিবাদ সভার আয়োজন করে। কৃষক দলের সভাপতি হাসান জাফিরসহ অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।