নিজস্ব প্রতিবেদক : মারা গেলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নিরাপত্তারক্ষী ও অভিনেতা মো. হিরন মিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রোববার দিনগত রাত আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক। তিনি বলেছেন, ‘ রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হিরনকে নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। রাত আড়াইটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
মুহাম্মদ আরিফ সাদেক বলেন, সোমবার দুদকের প্রধান কার্যালয়ে হিরনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হিরন দুদকের নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করার পাশাপাশি বিভিন্ন টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করতেন বলে জানান এই দুদক কর্মকর্তা।
দুদকের নিরাপত্তারক্ষী ও অভিনেতা হিরন আর নেই
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ