ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

দুই সপ্তাহের ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা

  • আপডেট সময় : ০১:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : করোনাকালে আন্তর্জাতিক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ জৈব সুরক্ষা বলয় বা বায়ো সিকিউরড বাবল। মাঠ, ২২ গজের লড়াইয়ের বাইরে রুমবন্দি জীবন। হাঁপিয়ে উঠছেন ক্রিকেটাররা। সম্প্রতি ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। সুরক্ষা বলয়ের অধীনে দিন কাটানোর মানসিক ধকল সত্যিই অনেক। টাইগারদের জন্য স্বস্তির খবর টানা দুটি সিরিজের পর সুরক্ষা বলয় থেকে ছাড় পাচ্ছেন সবাই। টানা ৪১ দিন সুরক্ষা বলয়ে কাটানোর পর দুই সপ্তাহের জন্য ছুটি পাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। জিম্বাবুয়ে সফর থেকে দেশে ফিরে সরাসরি হোটেলে উঠতে হয়েছিল মাহমুদউল্লাহ-সাকিবদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজের কারণে দেশে ফিরেও ছুটি পাননি তারা, যেতে পারেননি পরিবারের কাছে। অজিদের বিপক্ষে হোম সিরিজ শেষ হচ্ছে আজ ৯ আগস্ট। তারপরই ছুটি পাবেন টাইগাররা। পরের হোম সিরিজটা নিউজিল্যান্ডের বিপক্ষে। সূচিও চূড়ান্ত হয়ে গেছে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল। একই দিনে সুরক্ষা বলয়ে আবারও ঢুকবে বাংলাদেশের ক্রিকেটাররা।
গত ৭ আগস্ট বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেছেন, এ সিরিজের পর ক্রিকেটাররা কিছুদিন ছুটি পাবে। এটা খুবই দরকার। টানা বায়ো-বাবলে আছে সবাই। এটা খুব কঠিন, যারা সময়টা পার করছে তারাই জানে। আমার মনে হয় মানসিকভাবে ফ্রেশ হওয়ার জন্যও ওদের ছুটি দরকার। ছুটি শেষে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু হবে। বাংলাদেশে এসে কিউইরা তিন দিন কোয়ারেন্টিনে থাকবে। পরে ২৯ আগস্ট একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিকেএসপিতে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর স্টেডিয়ামেই হবে সবকটি ম্যাচ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা হতাশ-ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

দুই সপ্তাহের ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা

আপডেট সময় : ০১:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১

ক্রীড়া প্রতিবেদক : করোনাকালে আন্তর্জাতিক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ জৈব সুরক্ষা বলয় বা বায়ো সিকিউরড বাবল। মাঠ, ২২ গজের লড়াইয়ের বাইরে রুমবন্দি জীবন। হাঁপিয়ে উঠছেন ক্রিকেটাররা। সম্প্রতি ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। সুরক্ষা বলয়ের অধীনে দিন কাটানোর মানসিক ধকল সত্যিই অনেক। টাইগারদের জন্য স্বস্তির খবর টানা দুটি সিরিজের পর সুরক্ষা বলয় থেকে ছাড় পাচ্ছেন সবাই। টানা ৪১ দিন সুরক্ষা বলয়ে কাটানোর পর দুই সপ্তাহের জন্য ছুটি পাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। জিম্বাবুয়ে সফর থেকে দেশে ফিরে সরাসরি হোটেলে উঠতে হয়েছিল মাহমুদউল্লাহ-সাকিবদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজের কারণে দেশে ফিরেও ছুটি পাননি তারা, যেতে পারেননি পরিবারের কাছে। অজিদের বিপক্ষে হোম সিরিজ শেষ হচ্ছে আজ ৯ আগস্ট। তারপরই ছুটি পাবেন টাইগাররা। পরের হোম সিরিজটা নিউজিল্যান্ডের বিপক্ষে। সূচিও চূড়ান্ত হয়ে গেছে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল। একই দিনে সুরক্ষা বলয়ে আবারও ঢুকবে বাংলাদেশের ক্রিকেটাররা।
গত ৭ আগস্ট বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেছেন, এ সিরিজের পর ক্রিকেটাররা কিছুদিন ছুটি পাবে। এটা খুবই দরকার। টানা বায়ো-বাবলে আছে সবাই। এটা খুব কঠিন, যারা সময়টা পার করছে তারাই জানে। আমার মনে হয় মানসিকভাবে ফ্রেশ হওয়ার জন্যও ওদের ছুটি দরকার। ছুটি শেষে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু হবে। বাংলাদেশে এসে কিউইরা তিন দিন কোয়ারেন্টিনে থাকবে। পরে ২৯ আগস্ট একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিকেএসপিতে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর স্টেডিয়ামেই হবে সবকটি ম্যাচ।