ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরে অসহায় হতদরিদ্র দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে আদর্শ পাঠাগার ও স্বেচ্ছাসেবী নামের একটি প্রতিষ্ঠান। গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরের দক্ষিণ চরকমলাপুর এলাকায় এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন। আদর্শ পাঠাগারের সভাপতি ফয়সাল আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডা. এম এম শাহিনুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজার মনিরুল ইসলাম, ডা. মো. মিজানুর রহমান, ডা. মো. আশিকুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, ওয়ার্ড কাউন্সিলর মোবারক খলিফা প্রমুখ। অনুষ্ঠানে অসহায় দুই শতাধিক নারী পুরুষের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।