ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

দুই ম্যাচে জয় পেয়েছে খুলনা ও সিলেট

  • আপডেট সময় : ০৮:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: সিলেটে জাতীয় লিগ টি-টোয়েন্টির ষষ্ঠ রাউন্ডের শেষ দুই ম্যাচে জয় পেয়েছে খুলনা ও সিলেট। বরিশালকে দুই উইকেটে হারিয়েছে সিলেট, চট্টগ্রামের বিপক্ষে পাঁচ উইকেটে জিতেছে খুলনা।
আগে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম ৪৫ রানে চার ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে। টপ অর্ডারে কেবল ওপেনার মাহমুদুল হাসান জয় (৩০) বলার মতো ইনিংস খেলেন। শীর্ষ চারের বাকি তিন জনের কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।
অধিনায়ক ইয়াসির আলীর ৩৯ বলে ৬ চার ও ৩ ছয়ে ৬১ রানের ঝড়ো ইনিংসে চট্টগ্রাম ১২৯ রানে থামে। ছয় উইকেট হারায় তারা।
খুলনার হয়ে জায়েদ উল্লাহ ও শেখ পারভেজ জীবন দুটি করে উইকেট নেন।
লক্ষ্যে নেমে ৭ বল বাকি থাকতে জিতে যায় খুলনা। ওপেনার আজিজুল হাকিমের ৩৬ রানের ইনিংসের পর জিয়াউর রহমানের অপরাজিত ৩৯ রান দলের জয়ে ভূমিকা রাখেন। জিয়াউর চট্টগ্রামের ইনিংসে দুটি ক্যাচও নেন। তাতে ম্যাচসেরা হন তিনি।
খুলনা তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেরা চারে অবস্থান করছে। চট্টগ্রামও সমান পয়েন্ট নিয়ে তিনে।
আরেক ম্যাচে বরিশালকে ১০৮ রানে গুটিয়ে দেয় সিলেট। ইবাদত হোসেন ও তোফায়েল আহমেদ তিনটি করে উইকেট নেন।
বরিশালের ওপেনার ইফতেখার হোসেন ইফতি সর্বোচ্চ ২৬ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে কামরুল ইসলামের ব্যাটে।
লক্ষ্যে নেমে চতুর্থ ওভারেই ওপেনিংয়ে ৩৮ রানের জুটিতে দারুণ শুরু এনে দেন তৌফিক খান (২১) ও জিশান আলম (১২)। কামরুল ও রুয়েল মিয়ার বোলিংয়ে তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকতে ধুঁকতে জয়ের বন্দরে পৌঁছায় সিলেট। ওয়াসিফ আকবর ২০ ও মাহফুজুর রহমান রাব্বি অপরাজিত ১৮ রান করে দলকে জেতান। ৮ উইকেটে ১০৯ রান করে সিলেট।
৬ ম্যাচে দ্বিতীয় জয়ে চার পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সিলেট। বরিশালও সমান পয়েন্ট নিয়ে তাদের পরে আছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দুই ম্যাচে জয় পেয়েছে খুলনা ও সিলেট

আপডেট সময় : ০৮:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: সিলেটে জাতীয় লিগ টি-টোয়েন্টির ষষ্ঠ রাউন্ডের শেষ দুই ম্যাচে জয় পেয়েছে খুলনা ও সিলেট। বরিশালকে দুই উইকেটে হারিয়েছে সিলেট, চট্টগ্রামের বিপক্ষে পাঁচ উইকেটে জিতেছে খুলনা।
আগে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম ৪৫ রানে চার ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে। টপ অর্ডারে কেবল ওপেনার মাহমুদুল হাসান জয় (৩০) বলার মতো ইনিংস খেলেন। শীর্ষ চারের বাকি তিন জনের কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।
অধিনায়ক ইয়াসির আলীর ৩৯ বলে ৬ চার ও ৩ ছয়ে ৬১ রানের ঝড়ো ইনিংসে চট্টগ্রাম ১২৯ রানে থামে। ছয় উইকেট হারায় তারা।
খুলনার হয়ে জায়েদ উল্লাহ ও শেখ পারভেজ জীবন দুটি করে উইকেট নেন।
লক্ষ্যে নেমে ৭ বল বাকি থাকতে জিতে যায় খুলনা। ওপেনার আজিজুল হাকিমের ৩৬ রানের ইনিংসের পর জিয়াউর রহমানের অপরাজিত ৩৯ রান দলের জয়ে ভূমিকা রাখেন। জিয়াউর চট্টগ্রামের ইনিংসে দুটি ক্যাচও নেন। তাতে ম্যাচসেরা হন তিনি।
খুলনা তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেরা চারে অবস্থান করছে। চট্টগ্রামও সমান পয়েন্ট নিয়ে তিনে।
আরেক ম্যাচে বরিশালকে ১০৮ রানে গুটিয়ে দেয় সিলেট। ইবাদত হোসেন ও তোফায়েল আহমেদ তিনটি করে উইকেট নেন।
বরিশালের ওপেনার ইফতেখার হোসেন ইফতি সর্বোচ্চ ২৬ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে কামরুল ইসলামের ব্যাটে।
লক্ষ্যে নেমে চতুর্থ ওভারেই ওপেনিংয়ে ৩৮ রানের জুটিতে দারুণ শুরু এনে দেন তৌফিক খান (২১) ও জিশান আলম (১২)। কামরুল ও রুয়েল মিয়ার বোলিংয়ে তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকতে ধুঁকতে জয়ের বন্দরে পৌঁছায় সিলেট। ওয়াসিফ আকবর ২০ ও মাহফুজুর রহমান রাব্বি অপরাজিত ১৮ রান করে দলকে জেতান। ৮ উইকেটে ১০৯ রান করে সিলেট।
৬ ম্যাচে দ্বিতীয় জয়ে চার পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সিলেট। বরিশালও সমান পয়েন্ট নিয়ে তাদের পরে আছে।