নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার গ্যারেজ মালিক মোহাম্মদ আনোয়ার হোসেন সিকদার (৫২) গত ১৭ জানুয়ারি থেকে নিখোঁজ। পরিবারের দাবি, তাকে অপহরণ করা হয়েছে। পুলিশ বলছে, তিনি একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, তাই হয়তো আত্মগোপনে চলে গেছেন। নিখোঁজের ঘটনায় স্ত্রী মোসা. শিউলী আক্তার (৪১) গত ১৮ জানুয়ারি তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু দুই মাস পার হলেও তার কোনও সন্ধান মেলেনি। এ বিষয়ে নিখোঁজের ছোট ভাই দেলোয়ার হোসেন বলেন, আমার ভাইয়ের বাসা উত্তরায়। দিয়াবাড়িতে তার একটি গ্যারেজ রয়েছে। ১৭ জানুয়ারি দুপুরে দারোয়ানের কাছ থেকে কিছু টাকা নিয়ে বের হন।
এরপর থেকে তার খোঁজ নেই, ফোনও বন্ধ। তিনি বলেন, ব্যবসায়িক লেনদেনের কারণে পূর্বপরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়েছে বলে আমরা সন্দেহ করছি। থানায় বারবার গিয়েও কোনো সহযোগিতা পাইনি। পুলিশ শুধু বলছে, খুঁজছে। কিন্তু দুই মাস হয়ে গেলেও আমাদের কিছু জানানো হয়নি। আমরা চাই, আমার ভাইকে দ্রুত খুঁজে বের করা হোক। পুলিশ জানিয়েছে, আনোয়ার হোসেন শিকদার একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সাজা থেকে বাঁচতে তিনি হয়তো নিজ থেকে আত্মগোপনে গিয়ে থাকতে পারেন। তবে তারা সব বিষয়কে সামনে রেখে তদন্ত করছে।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান বলেন, আনোয়ার হোসেন সিকদার বরিশালের সদর থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তিনি হয়তো গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে গেছেন। তবে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অপহরণের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের তদন্তে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।