ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

দুই মাস আগে শ্রীপুরে ভাড়া বাসায় ওঠেন গ্রেপ্তার সাবেক এমপি চয়ন ইসলাম

  • আপডেট সময় : ০৮:১৯:০২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে গত রোববার রাতে সাবেক সংসদ সদস্য (এমপি) চয়ন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে সাবেক সংসদ সদস্য (এমপি) চয়ন ইসলামকে (৬১) গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এর আগে ছাত্র আন্দোলনের কর্মীরা বাড়িটি ঘিরে রাখেন। সংগঠনটির কর্মীরা জানান, পাঁচতলা ওই ভবনের চতুর্থ তলায় দুই মাস ধরে ছিলেন চয়ন ইসলাম ও তাঁর স্ত্রী।

চয়ন ইসলাম সিরাজগঞ্জ-৬ আসনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে যান। নভেম্বরে চাঁদাবাজির অভিযোগে আদালতে চয়ন ইসলামসহ পাঁচজনের নামে মামলা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার অভিযোগে মামলা হয়েছে।

উপজেলার ইউনিয়নের মাটির মসজিদ এলাকার খাইরুল ইসলামের বাড়ি থেকে চয়ন ইসলামসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অন্যজনের নাম জাহাঙ্গীর আলম (৫০)। তাঁর কাছ থেকে ইয়াবা বড়ি ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। জাহাঙ্গীর শ্রীপুরের টেংরা পশ্চিমপাড়া এলাকার হোসেন আলীর ছেলে। তিনি শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের সন্ধান পাওয়ার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার আহ্বায়ক সদস্য আশরাফুল ইসলাম বলেন, ‘একটি বিশ্বস্ত সূত্র গতকাল এ বিষয়ে আমাদের তথ্য দেয়। দ্রুত খোঁজখবর করে ওই বাড়িতে সাবেক এমপির থাকার বিষয়টি নিশ্চিত হই। সঙ্গে সঙ্গে শ্রীপুর থানায় আমরা খবর দিই। পুলিশ রাত সাড়ে ৯টার দিকে ওই বাড়িতে আসে। সেখানে আগে থেকেই অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। কিছুক্ষণের মধ্যে সেখানে আসেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পুলিশ এসে বাড়ি ঘেরাও করেন।’

সেখান থেকে দিবাগত রাত ১২টার দিকে চয়ন ইসলামকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার বর্ণনা দিয়ে আশরাফুল ইসলাম আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা পুলিশের সঙ্গে বাড়ির মূল ফটকে প্রবেশ করেন। চতুর্থ তলার ফ্ল্যাটে বেশ কিছুক্ষণ দরজা নক করি। এক পর্যায়ে ভেতর থেকে দরজা খুলে দেন চয়ন ইসলামের স্ত্রী পরিচয়ে এক নারী। দরজা খুলতেই সেখানে চয়ন ইসলামকে দেখা যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় দেন।

শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশ ও স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের জানান। সবার উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়েছে।

নাম-পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয় একটি সূত্র জানায়, চয়ন ইসলামের ছেলে গাজীপুরের শ্রীপুরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন। একই প্রতিষ্ঠানে পড়েন ওই বাড়ির মালিক ও একসময় শ্রমিক লীগের রাজনীতি করা খাইরুল ইসলামের ছেলে। খাইরুল ও জাহাঙ্গীর পরস্পরের পরিচিত। সেই সুবাদে দুই মাস আগে ওই বাড়িতে ওঠেন চয়ন ইসলাম, সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন।

গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন খান বলেন, ‘চয়ন ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় দুটি মামলা আছে। আমরা তাঁকে ৫৪ ধারায় গ্রেফতার করেছি। তাঁকে শাহজাদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ

দুই মাস আগে শ্রীপুরে ভাড়া বাসায় ওঠেন গ্রেপ্তার সাবেক এমপি চয়ন ইসলাম

আপডেট সময় : ০৮:১৯:০২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

প্রত্যাশা ডেস্ক: গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে সাবেক সংসদ সদস্য (এমপি) চয়ন ইসলামকে (৬১) গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এর আগে ছাত্র আন্দোলনের কর্মীরা বাড়িটি ঘিরে রাখেন। সংগঠনটির কর্মীরা জানান, পাঁচতলা ওই ভবনের চতুর্থ তলায় দুই মাস ধরে ছিলেন চয়ন ইসলাম ও তাঁর স্ত্রী।

চয়ন ইসলাম সিরাজগঞ্জ-৬ আসনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে যান। নভেম্বরে চাঁদাবাজির অভিযোগে আদালতে চয়ন ইসলামসহ পাঁচজনের নামে মামলা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার অভিযোগে মামলা হয়েছে।

উপজেলার ইউনিয়নের মাটির মসজিদ এলাকার খাইরুল ইসলামের বাড়ি থেকে চয়ন ইসলামসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অন্যজনের নাম জাহাঙ্গীর আলম (৫০)। তাঁর কাছ থেকে ইয়াবা বড়ি ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। জাহাঙ্গীর শ্রীপুরের টেংরা পশ্চিমপাড়া এলাকার হোসেন আলীর ছেলে। তিনি শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের সন্ধান পাওয়ার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার আহ্বায়ক সদস্য আশরাফুল ইসলাম বলেন, ‘একটি বিশ্বস্ত সূত্র গতকাল এ বিষয়ে আমাদের তথ্য দেয়। দ্রুত খোঁজখবর করে ওই বাড়িতে সাবেক এমপির থাকার বিষয়টি নিশ্চিত হই। সঙ্গে সঙ্গে শ্রীপুর থানায় আমরা খবর দিই। পুলিশ রাত সাড়ে ৯টার দিকে ওই বাড়িতে আসে। সেখানে আগে থেকেই অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। কিছুক্ষণের মধ্যে সেখানে আসেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পুলিশ এসে বাড়ি ঘেরাও করেন।’

সেখান থেকে দিবাগত রাত ১২টার দিকে চয়ন ইসলামকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার বর্ণনা দিয়ে আশরাফুল ইসলাম আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা পুলিশের সঙ্গে বাড়ির মূল ফটকে প্রবেশ করেন। চতুর্থ তলার ফ্ল্যাটে বেশ কিছুক্ষণ দরজা নক করি। এক পর্যায়ে ভেতর থেকে দরজা খুলে দেন চয়ন ইসলামের স্ত্রী পরিচয়ে এক নারী। দরজা খুলতেই সেখানে চয়ন ইসলামকে দেখা যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় দেন।

শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশ ও স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের জানান। সবার উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়েছে।

নাম-পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয় একটি সূত্র জানায়, চয়ন ইসলামের ছেলে গাজীপুরের শ্রীপুরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন। একই প্রতিষ্ঠানে পড়েন ওই বাড়ির মালিক ও একসময় শ্রমিক লীগের রাজনীতি করা খাইরুল ইসলামের ছেলে। খাইরুল ও জাহাঙ্গীর পরস্পরের পরিচিত। সেই সুবাদে দুই মাস আগে ওই বাড়িতে ওঠেন চয়ন ইসলাম, সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন।

গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন খান বলেন, ‘চয়ন ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় দুটি মামলা আছে। আমরা তাঁকে ৫৪ ধারায় গ্রেফতার করেছি। তাঁকে শাহজাদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে।’