ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

দুই বিদেশির গোলে জয়ের ধারায় আবাহনী

  • আপডেট সময় : ০২:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : তিন ড্র করে ৬ পয়েন্ট হারিয়ে লিগ শিরোপা দৌঁড়ে একটু পিছিয়ে পড়লেও আবাহনীর সামনে এখনো ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ। সে সুযোগটা কাজে লাগানোর মিশনে ছয়বারের চ্যাম্পিয়নদের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। শনিবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এক ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরেছে আকাশি-নীলরা। আরেক সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম জয় নিয়ে মাঠ ছেড়েছে মারিও লেমোসের দল। পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচের দ্বিতীয়ার্ধটা অস্বস্তিতে কেটেছে আবাহনীর। ২-০ গোলে লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা আবাহনী যেন আটকে পড়েছিল নিজেদের খোলসে। ম্যাচে ফেরার অনবরত চেষ্টা করে শেখ জামাল একটি গোল দিয়ে আবাহনীকে চ্যালেঞ্জ ছুড়েও দিয়েছিল। সে পর্যন্ত চ্যালেঞ্জ জিতে নিজেদের ঝুলিতে মূল্যবান ৩ পয়েন্ট যোগ করতে পেরেছে আবাহনী। শুরুতেই গোল। ম্যাচের বয়স তখন ১০ মিনিট। নাইজেরিয়ান পিটার নোরাহ গোল করে লিড এনে দেন আবাহনীকে। আরেক বিদেশি বিশ্বকাপ খেলা ফরোয়ার্ড কোস্টারিকার কলিন্দ্রেস ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধেই আবাহনী ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারতো। এলিটা কিংসলে সহজ সুযোগ মিস না করলে প্রথমার্ধেই ম্যাচটি নিজেদের করে নিতে পারতো আবাহনী। দ্বিতীয়ার্ধে আবাহনীর রক্ষণে বেশ চাপ তৈরি করে শেখ জামাল। ৭০ মিনিটে পেনাল্টিও পেয়ে যায় তারা। গ্রেনাডিয়ান স্টুয়ার্ট লক্ষ্যভেদ করলে হারের ব্যবধান কমে শেখ জামালের। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এখন আবাহনী, ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে শেখ জামাল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দুই বিদেশির গোলে জয়ের ধারায় আবাহনী

আপডেট সময় : ০২:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া প্রতিবেদক : তিন ড্র করে ৬ পয়েন্ট হারিয়ে লিগ শিরোপা দৌঁড়ে একটু পিছিয়ে পড়লেও আবাহনীর সামনে এখনো ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ। সে সুযোগটা কাজে লাগানোর মিশনে ছয়বারের চ্যাম্পিয়নদের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। শনিবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এক ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরেছে আকাশি-নীলরা। আরেক সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম জয় নিয়ে মাঠ ছেড়েছে মারিও লেমোসের দল। পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচের দ্বিতীয়ার্ধটা অস্বস্তিতে কেটেছে আবাহনীর। ২-০ গোলে লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা আবাহনী যেন আটকে পড়েছিল নিজেদের খোলসে। ম্যাচে ফেরার অনবরত চেষ্টা করে শেখ জামাল একটি গোল দিয়ে আবাহনীকে চ্যালেঞ্জ ছুড়েও দিয়েছিল। সে পর্যন্ত চ্যালেঞ্জ জিতে নিজেদের ঝুলিতে মূল্যবান ৩ পয়েন্ট যোগ করতে পেরেছে আবাহনী। শুরুতেই গোল। ম্যাচের বয়স তখন ১০ মিনিট। নাইজেরিয়ান পিটার নোরাহ গোল করে লিড এনে দেন আবাহনীকে। আরেক বিদেশি বিশ্বকাপ খেলা ফরোয়ার্ড কোস্টারিকার কলিন্দ্রেস ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধেই আবাহনী ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারতো। এলিটা কিংসলে সহজ সুযোগ মিস না করলে প্রথমার্ধেই ম্যাচটি নিজেদের করে নিতে পারতো আবাহনী। দ্বিতীয়ার্ধে আবাহনীর রক্ষণে বেশ চাপ তৈরি করে শেখ জামাল। ৭০ মিনিটে পেনাল্টিও পেয়ে যায় তারা। গ্রেনাডিয়ান স্টুয়ার্ট লক্ষ্যভেদ করলে হারের ব্যবধান কমে শেখ জামালের। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এখন আবাহনী, ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে শেখ জামাল।