ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

দুই বাংলায় মুক্তি পাচ্ছে হিরো আলমের সিনেমা

  • আপডেট সময় : ১২:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যস্ততা শেষে আবারও নিজ ভুবনে ফিরেছেন হিরো আলম। তিনি নতুন সিনেমা এবং গান প্রকাশ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এরই মাঝে দারুণ একটি ঘোষণাও দিলেন তিনি। আসছে ফেব্রুয়ারিতে ‘বাদশা দ্য কিং’ সিনেমাটি দুই বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাইছেন। বিষয়টি হিরো আলমের ভক্তদের জন্য আনন্দের খবর। ‘বাদশা দ্য কিং’ সিনেমার শুটিং শেষ করেছেন হিরো আলম। সিনেমাটি পরিচালনা করেছেন ইভান মল্লিক। গতকাল মঙ্গলবার এমনটাই জানিয়েছেন হিরো আলম। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের পাশাপাশি কলকাতায় আমার সিনেমা মুক্তির বিষয়ে কথা-বার্তা চলছে। আগামী মাসে ‘বাদশা দ্য কিং’ সিনেমাটি মুক্তির মাধ্যমে তা শুরু করতে চাই। এরপর প্রতি মাসে আমার অভিনীত একটা করে সিনেমা মুক্তি পাবে দুই বাংলায়। তিনি আরও বলেন, ‘সামনে ভালো কিছু কাজ আসছে। এতে দর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পাবেন। এছাড়াও একটু অপেক্ষা করলেই দর্শকরা কিছু চমকপ্রদ উপহার পাবেন আমার পক্ষ থেকে।’ ‘আমি এখন অভিনয়ে পুরোপুরি মন দিয়েছি। নিয়মিত অনুশীলনের মাধ্যমে অভিনয় শিখছি। আপনারা জানেন, আমি কবিতা-আবৃত্তির ওপরও প্রশিক্ষণ নিচ্ছি। উচ্চারণের সমস্যা কিছুটা হলেও অতিক্রম করেছি’-যোগ করেন হিরো আলম।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দুই বাংলায় মুক্তি পাচ্ছে হিরো আলমের সিনেমা

আপডেট সময় : ১২:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

বিনোদন প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যস্ততা শেষে আবারও নিজ ভুবনে ফিরেছেন হিরো আলম। তিনি নতুন সিনেমা এবং গান প্রকাশ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এরই মাঝে দারুণ একটি ঘোষণাও দিলেন তিনি। আসছে ফেব্রুয়ারিতে ‘বাদশা দ্য কিং’ সিনেমাটি দুই বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাইছেন। বিষয়টি হিরো আলমের ভক্তদের জন্য আনন্দের খবর। ‘বাদশা দ্য কিং’ সিনেমার শুটিং শেষ করেছেন হিরো আলম। সিনেমাটি পরিচালনা করেছেন ইভান মল্লিক। গতকাল মঙ্গলবার এমনটাই জানিয়েছেন হিরো আলম। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের পাশাপাশি কলকাতায় আমার সিনেমা মুক্তির বিষয়ে কথা-বার্তা চলছে। আগামী মাসে ‘বাদশা দ্য কিং’ সিনেমাটি মুক্তির মাধ্যমে তা শুরু করতে চাই। এরপর প্রতি মাসে আমার অভিনীত একটা করে সিনেমা মুক্তি পাবে দুই বাংলায়। তিনি আরও বলেন, ‘সামনে ভালো কিছু কাজ আসছে। এতে দর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পাবেন। এছাড়াও একটু অপেক্ষা করলেই দর্শকরা কিছু চমকপ্রদ উপহার পাবেন আমার পক্ষ থেকে।’ ‘আমি এখন অভিনয়ে পুরোপুরি মন দিয়েছি। নিয়মিত অনুশীলনের মাধ্যমে অভিনয় শিখছি। আপনারা জানেন, আমি কবিতা-আবৃত্তির ওপরও প্রশিক্ষণ নিচ্ছি। উচ্চারণের সমস্যা কিছুটা হলেও অতিক্রম করেছি’-যোগ করেন হিরো আলম।