অর্থনৈতিক প্রতিবেদক : প্রবাসীদের জন্য গঠিত ইউএস ডলার প্রিমিয়াম ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার। এখন থেকে কেবল পাসপোর্ট নম্বর ব্যবহার করেই প্রবাসীরা এ দুটি বন্ডে বিনিয়োগ করতে পারবেন বলে এক পরিপত্রে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাসপোর্ট ব্যবহারের মাধ্যমে বিনিয়োগ করার সুযোগ দিয়ে সোমবার অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়েছে। সেই বিষয়টি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিপত্রে বলা হয়, “ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের ক্ষেত্রে বিনিয়োগকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকলে পাসপোর্টের নম্বরকে ‘ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর’ হিসেবে ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক হবে না।“ প্রবাসীদের বিনিয়োগের জন্য ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার বন্ড এই তিন ধরনের সঞ্চয় বন্ড রয়েছে। ২০২১ সালের নভেম্বরে এই তিনটি বন্ডের লেনদেন অনলাইন ব্যবস্থাপনায় আনার পর এ খাতে বিনিয়োগ করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করা হয়। প্রবাসীদের অনেকেরই এনআইডি না থাকায় বিনিয়োগে সমস্যা দেখা দেয়; বিষয়টি তারা বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে জানান। সেই দাবির পরিপ্রেক্ষিতে বন্ডে বিনিয়োগ সহজ করল বাংলাদেশ ব্যাংক।