বিনোদন প্রতিবেদক : আবারো ফিরছে নাটকের পুরনো এক জুটি। সর্বশেষ ২০১৯ সালে জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী সারিকা সাবরিন। এ জুটির শেষ কাজ দুটি ছিলো ‘ভুলতে পারিনি’ এবং ‘প্রিয় বাবা-মা’। নাটকগুলো পরিচালনা করেছিলেন বি ইউ শুভ। ২ বছর পর আবারো ফিরছেন তারা। নাটকের নাম ‘হার্ট টু হার্ট’। এটি পরিচালনা করবেন বি ইউ শুভ। গত বৃহস্পতিবার থেকে শুটিংয়ে অংশ নেবেন তারা। নির্মাতা বি ইউ শুভ জানান, অপূর্ব এবং সারিকা জুটির শেষ কাজও ছিলো আমার সঙ্গে। এবার আমার কাজ দিয়েই ফিরছেন তারা। পিওর রোমান্টিক গল্পের নাটক এটি। দর্শকরা পছন্দ করবেন আশা করি