ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ২

  • আপডেট সময় : ০১:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরের গাংনীতে দুই মেম্বারপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধলা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- ধলা গ্রামের জাহারুল ইসলাম (৫৭) ও সাহাদুল ইসলাম (৫৫)। নিহত দুজনই ইউপি মেম্বর আজমাইন হোসেন টুটুলের ভাই। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কাথুলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বর) আজমাইন হোসেন টুটুলের সঙ্গে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ধলা গ্রামের বাসিন্দা আতিয়ার রহমানের বিরোধ চলছিলো। এবার আতিয়ার হোসেন ও আজমাইন হোসেন টুটুল একই ওয়ার্ডে মেম্বর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচার-প্রচারণা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চাঙ্গা হয়ে ওঠে। সোমবার সকালে উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ২০-২২ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) বিডি দাস বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। মুমূর্ষু অবস্থায় চারজনকে কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ০১:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরের গাংনীতে দুই মেম্বারপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধলা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- ধলা গ্রামের জাহারুল ইসলাম (৫৭) ও সাহাদুল ইসলাম (৫৫)। নিহত দুজনই ইউপি মেম্বর আজমাইন হোসেন টুটুলের ভাই। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কাথুলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বর) আজমাইন হোসেন টুটুলের সঙ্গে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ধলা গ্রামের বাসিন্দা আতিয়ার রহমানের বিরোধ চলছিলো। এবার আতিয়ার হোসেন ও আজমাইন হোসেন টুটুল একই ওয়ার্ডে মেম্বর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচার-প্রচারণা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চাঙ্গা হয়ে ওঠে। সোমবার সকালে উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ২০-২২ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) বিডি দাস বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। মুমূর্ষু অবস্থায় চারজনকে কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।