ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

দুই দেশে একই দিনে মোশাররফের ‘হুব্বা’

  • আপডেট সময় : ১২:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি কলকাতার আলোচিত নাট্যকার, অভিনেতা ব্রাত্য বসু নির্মিত ‘হুব্বা’ সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি ‘হুব্বা’র ট্রেলার প্রকাশিত হয়েছে। ট্রেলার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন দুই বাংলার মোশাররফ ভক্তরা। এটি চলতি বছর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে মুক্তি দেওয়া হয়নি। জানা গেছে, আগামী বছর ১৯ জনুয়ারি ভারতে ‘হুব্বা’ সিনেমাটি মুক্তি পাবে। একই সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি পাচ্ছে এমনটা জানিয়েছে বাংলাদেশে পরিবেশনার কোম্পানি জাজ মাল্টিমিডিয়া।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে জাজ মাল্টিমিডিয়া তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, হলিউডে যেমন টম হ্যাঙ্কস আছে, বলিউডে অমিতাভ বচ্চন, শাহরুক খান আছে, আমাদের আছে একজন মোশাররফ করিম। সেই মোশাররফ করিম পশ্চিমবঙ্গের ‘হুব্বা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন। ‘হুব্বা’ সিনেমায় হুব্বা মানে মোশাররফ করিম একজন গ্যাং স্টার থাকেন। ‘হুব্বা’ সিনেমায় হুব্বার জীবনের উত্থানপতন ও অন্ধকার দিকের কথা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন পরিচালক ব্রাত্য বসু। ‘হুব্বা’ সিনেমার ট্রেলার অনলাইনে দেখে, আমাদের মনে হলো, মোশাররফ করিমের এমন একটি সিনেমা বাংলাদেশের দর্শকের দেখার সুযোগ থাকা উচিত। সে আলোকে জাজ ‘হুব্বা’ সিনেমার বাংলাদেশে পরিবেশনার দায়িত্ব নিয়েছে। আর জাজ সিনেমাটি বড় পরিসরে এবং জাজের অন্য সিনেমার মতো প্রচার করেই মুক্তি দেবে। ‘হুব্বা’ সিনেমা রিলিজ হবে ১৯ জানুয়ারি। আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ। ‘হুব্বা’ সিনেমাতে মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, শ্রাবণী দাস, সৌমিক হালদাসহ আরও অনেকে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দুই দেশে একই দিনে মোশাররফের ‘হুব্বা’

আপডেট সময় : ১২:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

বিনোদন প্রতিবেদক: দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি কলকাতার আলোচিত নাট্যকার, অভিনেতা ব্রাত্য বসু নির্মিত ‘হুব্বা’ সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি ‘হুব্বা’র ট্রেলার প্রকাশিত হয়েছে। ট্রেলার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন দুই বাংলার মোশাররফ ভক্তরা। এটি চলতি বছর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে মুক্তি দেওয়া হয়নি। জানা গেছে, আগামী বছর ১৯ জনুয়ারি ভারতে ‘হুব্বা’ সিনেমাটি মুক্তি পাবে। একই সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি পাচ্ছে এমনটা জানিয়েছে বাংলাদেশে পরিবেশনার কোম্পানি জাজ মাল্টিমিডিয়া।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে জাজ মাল্টিমিডিয়া তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, হলিউডে যেমন টম হ্যাঙ্কস আছে, বলিউডে অমিতাভ বচ্চন, শাহরুক খান আছে, আমাদের আছে একজন মোশাররফ করিম। সেই মোশাররফ করিম পশ্চিমবঙ্গের ‘হুব্বা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন। ‘হুব্বা’ সিনেমায় হুব্বা মানে মোশাররফ করিম একজন গ্যাং স্টার থাকেন। ‘হুব্বা’ সিনেমায় হুব্বার জীবনের উত্থানপতন ও অন্ধকার দিকের কথা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন পরিচালক ব্রাত্য বসু। ‘হুব্বা’ সিনেমার ট্রেলার অনলাইনে দেখে, আমাদের মনে হলো, মোশাররফ করিমের এমন একটি সিনেমা বাংলাদেশের দর্শকের দেখার সুযোগ থাকা উচিত। সে আলোকে জাজ ‘হুব্বা’ সিনেমার বাংলাদেশে পরিবেশনার দায়িত্ব নিয়েছে। আর জাজ সিনেমাটি বড় পরিসরে এবং জাজের অন্য সিনেমার মতো প্রচার করেই মুক্তি দেবে। ‘হুব্বা’ সিনেমা রিলিজ হবে ১৯ জানুয়ারি। আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ। ‘হুব্বা’ সিনেমাতে মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, শ্রাবণী দাস, সৌমিক হালদাসহ আরও অনেকে।