ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

দুই টেস্টেই বাংলাদেশকে হারাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

  • আপডেট সময় : ১২:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : দুই দলের সবশেষ সিরিজ হয়েছিল বাংলাদেশের মাটিতে, ওইবার স্বাগতিকদের উড়িয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কাইল মায়ার্সের ব্যাটিং ঝড় ও রাকিম কর্নওয়ালের ঘূর্ণিতে চট্টগ্রাম ও ঢাকায় বিজয়ের পতাকা উড়ায় ক্যারিবিয়ানরা।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও দাঁড়াতে পারেনি বাংলাদেশ। দুই টেস্টের চার ইনিংসে তাদের দলীয় সর্বোচ্চ রান ছিল ১৬৮। ৪৩ রানে অলআউটের লজ্জাও পেতে হয়েছিল। আরেকটি সিরিজ যখন সামনে তখন বাংলাদেশকে নিয়ে খুব আশা করার কিছু নেই।
কিছুদিন আগে দেশের মাটিতে শ্রীলঙ্কার কাছেও হেরেছিল সাকিব, তামিম, মুমিনুলরা। এবার কেমন করবে সেই প্রশ্ন সময়ের কাছেই তোলা থাক। তবে ওয়েস্ট ইন্ডিজ কোনো ছাড় দেবে না, জানিয়ে দিয়েছেন দলটির নির্বাচক ডেসমন্ড হায়েন্স।
টেস্ট সিরিজের দল ঘোষণার পর বিবৃতিতে তিনি বলেছেন,‘আমরা বাংলাদেশের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পূর্ণ পয়েন্টের প্রত্যাশায় আছি, যা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। স্বাগতিক হওয়ার সুবিধা কাজে লাগিয়ে দুটি ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট পেলে আমাদের জন্য ভালো হবে।’
টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারের চক্রে ৭ ম্যাচে ২ জয় নিয়ে এখন ছয় নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের পয়েন্ট ৩০। ৮ ম্যাচে স্রেফ একটি জয় নিয়ে বাংলাদেশ আছে তলানিতে, পয়েন্ট মাত্র ১৬।
ওয়েস্ট ইন্ডিজ টেস্টে ভালো ফর্মেই আছে। মার্চে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল তারা। প্রথম দুটি টেস্ট ড্রয়ের পর ১০ উইকেটে শেষ ম্যাচ জেতে স্বাগতিকরা। তবে ওই টেস্ট দলের অনেকেই নেই বাংলাদেশের বিপক্ষে। পেস অলরাউন্ডার জেসন হোল্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছে। কেমার রোচ পুরোপুরি ফিট নেন। নেই শ্যানন গ্র‌্যাবিয়েলও। তিন নিয়মিত পেসারকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
তবে ২০২১ সালে বাংলাদেশে এসে ওয়েস্ট ইন্ডিজ যে টেস্ট সিরিজ জিতেছিল, সেই দলটিও খর্ব শক্তিরই ছিল। নিজেদের মাঠে বাংলাদেশ প্রতিপক্ষকে সামাল দিতে পারেনি। এবার তাদের মাটিতে পারবে তো?
দুই দলের প্রথম টেস্ট স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে ১৬ জুন। এরপর ড্যারেন স্যামি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন থেকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দুই টেস্টেই বাংলাদেশকে হারাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় : ১২:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২

ক্রীড়া প্রতিবেদক : দুই দলের সবশেষ সিরিজ হয়েছিল বাংলাদেশের মাটিতে, ওইবার স্বাগতিকদের উড়িয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কাইল মায়ার্সের ব্যাটিং ঝড় ও রাকিম কর্নওয়ালের ঘূর্ণিতে চট্টগ্রাম ও ঢাকায় বিজয়ের পতাকা উড়ায় ক্যারিবিয়ানরা।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও দাঁড়াতে পারেনি বাংলাদেশ। দুই টেস্টের চার ইনিংসে তাদের দলীয় সর্বোচ্চ রান ছিল ১৬৮। ৪৩ রানে অলআউটের লজ্জাও পেতে হয়েছিল। আরেকটি সিরিজ যখন সামনে তখন বাংলাদেশকে নিয়ে খুব আশা করার কিছু নেই।
কিছুদিন আগে দেশের মাটিতে শ্রীলঙ্কার কাছেও হেরেছিল সাকিব, তামিম, মুমিনুলরা। এবার কেমন করবে সেই প্রশ্ন সময়ের কাছেই তোলা থাক। তবে ওয়েস্ট ইন্ডিজ কোনো ছাড় দেবে না, জানিয়ে দিয়েছেন দলটির নির্বাচক ডেসমন্ড হায়েন্স।
টেস্ট সিরিজের দল ঘোষণার পর বিবৃতিতে তিনি বলেছেন,‘আমরা বাংলাদেশের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পূর্ণ পয়েন্টের প্রত্যাশায় আছি, যা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। স্বাগতিক হওয়ার সুবিধা কাজে লাগিয়ে দুটি ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট পেলে আমাদের জন্য ভালো হবে।’
টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারের চক্রে ৭ ম্যাচে ২ জয় নিয়ে এখন ছয় নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের পয়েন্ট ৩০। ৮ ম্যাচে স্রেফ একটি জয় নিয়ে বাংলাদেশ আছে তলানিতে, পয়েন্ট মাত্র ১৬।
ওয়েস্ট ইন্ডিজ টেস্টে ভালো ফর্মেই আছে। মার্চে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল তারা। প্রথম দুটি টেস্ট ড্রয়ের পর ১০ উইকেটে শেষ ম্যাচ জেতে স্বাগতিকরা। তবে ওই টেস্ট দলের অনেকেই নেই বাংলাদেশের বিপক্ষে। পেস অলরাউন্ডার জেসন হোল্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছে। কেমার রোচ পুরোপুরি ফিট নেন। নেই শ্যানন গ্র‌্যাবিয়েলও। তিন নিয়মিত পেসারকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
তবে ২০২১ সালে বাংলাদেশে এসে ওয়েস্ট ইন্ডিজ যে টেস্ট সিরিজ জিতেছিল, সেই দলটিও খর্ব শক্তিরই ছিল। নিজেদের মাঠে বাংলাদেশ প্রতিপক্ষকে সামাল দিতে পারেনি। এবার তাদের মাটিতে পারবে তো?
দুই দলের প্রথম টেস্ট স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে ১৬ জুন। এরপর ড্যারেন স্যামি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন থেকে।