নিজস্ব প্রতিবেদক: দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপে শতধিক আহত ও পাঁচজন শিক্ষককে আটকের ঘটনায় দুই উপদেষ্টার পদত্যাগ দাবি জানিয়েছেন প্রাথমিক শিক্ষকরা।
রোববার (৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, তিন দফা দাবি বাস্তবায়ন না করা, শাহবাগে নিরীহ শিক্ষকদের ওপর অতর্কিত হামলা, রাবার বুলেট, জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে শত শত শিক্ষককে আহত করার দায় হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগ করতে হবে।
আন্দোলনকারী শিক্ষকদের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি এবং ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক শিক্ষকরা। সেখানেও দুই উপদেষ্টার পদত্যাগ দাবি জানান তারা।
শিক্ষকদের তিন দফা হলো- সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান। উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান এবং সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
ওআ/আপ্র/০৯/১১/২০২৫




















