ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা ও ব্রাজিল

  • আপডেট সময় : ০২:২১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি - সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: ২০২১ কোপা আমেরিকা জয়ের পরই একের পর এক শিরোপা উল্লাসে মেতেছিল আর্জেন্টিনা। ২০২২ ফিনালিসিমা ও ফিফা ফুটবল বিশ্বকাপের পর ২০২৪ কোপা আমেরিকাও জেতে লে আলবিসেলেস্তেরা। ফিফা র‍্যাঙ্কিংয়েও বিশ্বচ্যাম্পিয়নদের পারফরম্যান্সের প্রতিফলন দেখা যায়। তবে এবার প্রায় আড়াই বছর পর সিংহাসন খোয়াল লিওনেল স্ক্যালোনির দল।

মেসিদের টপকে শীর্ষস্থান দখল করেছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এতে প্রায় ১১ বছর পর ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল স্প্যানিশরা। ১৮৭৫ দশমিক ৩৭ পয়েন্ট স্প্যানিশদের। এছাড়া দাপুটে পারফরম্যান্সে দুই নম্বরে জায়গা করে নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। দুইয়ে থাকা ফ্রান্সের পয়েন্ট ১৮৭০ দশমিক ৯২।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। নতুন র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেছে আর্জেন্টিনা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলেরও অবনতি হয়েছে। এক ধাপ পিছিয়ে ৬ নম্বরে অবস্থান করছে সেলেসাওরা।

উভয় দলই বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ হেরেছে। গেল ১০ সেপ্টেম্বর আর্জেন্টিনাকে ১-০ গোলে ইকুয়েডর হারিয়েছিল। এই হারে আর্জেন্টিনার পয়েন্ট ১৮৮৫ দশমিক ৩৬ থেকে কমে ১৮৭০ দশমিক ৩২ হয়েছে। এক লাফে ১৫ দশমিক ০৪ পয়েন্ট কমেছে আলবিসেলেস্তেদের।

অন্যদিকে মেসিদের চেয়েও বেশি পয়েন্ট কমেছে ব্রাজিলের। ১৬ দশমিক ০৯ পয়েন্ট কমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট এখন ১৭৬১ দশমিক ৬। একইদিন ১-০ বলিভিয়ার কাছে গোলে হেরেছিল রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ীরা।

নতুন র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়ে সেরা দশের বাইরে চলে গেছে জার্মানি (১২তম)। অন্যদিকে একধাপ এগিয়ে সেরা দশে ফিরেছে ইতালি। পর্তুগাল (৫) আর ক্রোয়েশিয়ারও (৯) একধাপ করে উন্নতি হয়েছে।

বাংলাদেশের অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। আগের মতোই ১৮৪ নম্বরে রয়েছে তারা। যদিও তাদের পয়েন্ট ০ দশমিক ২৩ বেড়েছে। জামাল ভূঁইয়া-হামজাদের পয়েন্ট এখন ৮৯৯ দশমিক ২৪।

ওআ/আপ্র/১৮/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নিশো-পূজার ২৪ সেকেন্ডের ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা ও ব্রাজিল

আপডেট সময় : ০২:২১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক: ২০২১ কোপা আমেরিকা জয়ের পরই একের পর এক শিরোপা উল্লাসে মেতেছিল আর্জেন্টিনা। ২০২২ ফিনালিসিমা ও ফিফা ফুটবল বিশ্বকাপের পর ২০২৪ কোপা আমেরিকাও জেতে লে আলবিসেলেস্তেরা। ফিফা র‍্যাঙ্কিংয়েও বিশ্বচ্যাম্পিয়নদের পারফরম্যান্সের প্রতিফলন দেখা যায়। তবে এবার প্রায় আড়াই বছর পর সিংহাসন খোয়াল লিওনেল স্ক্যালোনির দল।

মেসিদের টপকে শীর্ষস্থান দখল করেছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এতে প্রায় ১১ বছর পর ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল স্প্যানিশরা। ১৮৭৫ দশমিক ৩৭ পয়েন্ট স্প্যানিশদের। এছাড়া দাপুটে পারফরম্যান্সে দুই নম্বরে জায়গা করে নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। দুইয়ে থাকা ফ্রান্সের পয়েন্ট ১৮৭০ দশমিক ৯২।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। নতুন র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেছে আর্জেন্টিনা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলেরও অবনতি হয়েছে। এক ধাপ পিছিয়ে ৬ নম্বরে অবস্থান করছে সেলেসাওরা।

উভয় দলই বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ হেরেছে। গেল ১০ সেপ্টেম্বর আর্জেন্টিনাকে ১-০ গোলে ইকুয়েডর হারিয়েছিল। এই হারে আর্জেন্টিনার পয়েন্ট ১৮৮৫ দশমিক ৩৬ থেকে কমে ১৮৭০ দশমিক ৩২ হয়েছে। এক লাফে ১৫ দশমিক ০৪ পয়েন্ট কমেছে আলবিসেলেস্তেদের।

অন্যদিকে মেসিদের চেয়েও বেশি পয়েন্ট কমেছে ব্রাজিলের। ১৬ দশমিক ০৯ পয়েন্ট কমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট এখন ১৭৬১ দশমিক ৬। একইদিন ১-০ বলিভিয়ার কাছে গোলে হেরেছিল রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ীরা।

নতুন র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়ে সেরা দশের বাইরে চলে গেছে জার্মানি (১২তম)। অন্যদিকে একধাপ এগিয়ে সেরা দশে ফিরেছে ইতালি। পর্তুগাল (৫) আর ক্রোয়েশিয়ারও (৯) একধাপ করে উন্নতি হয়েছে।

বাংলাদেশের অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। আগের মতোই ১৮৪ নম্বরে রয়েছে তারা। যদিও তাদের পয়েন্ট ০ দশমিক ২৩ বেড়েছে। জামাল ভূঁইয়া-হামজাদের পয়েন্ট এখন ৮৯৯ দশমিক ২৪।

ওআ/আপ্র/১৮/০৯/২০২৫