ঢাকা ১০:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ ১৬ বছর পর ফের জুনিয়র বৃত্তি পরীক্ষা রোববার, সাত নির্দেশনা

  • আপডেট সময় : ০৯:৫১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৬ বছর পর এবার অনুষ্ঠিত হচ্ছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা।  রোববার (২৮ ডিসেম্বর) এ পরীক্ষা শুরু হবে। প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা হবে। আগামী ৩১ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, পাঁচটি বিষয়ের ওপর এ বছর ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে ১০০ নম্বর করে ৩০০ পরীক্ষা হবে। আর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় দুই বিষয় মিলিয়ে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এ বছর অষ্টম শ্রেণি থেকে বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ৪০ শতাংশ বাছাইকৃত শিক্ষার্থী এ পরীক্ষা দিতে পারছে।

পরীক্ষার্থীদের জন্য জরুরি ৭ নির্দেশনা-
১। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। বিশেষ কারণে দেরি হলে রেজিস্টার খাতায় তথ্য লিখে প্রবেশের অনুমতি নেওয়া যেতে পারে।

২। কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবে না।

৩। পরীক্ষার্থীরা নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে বলপেন দিয়ে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৪। পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। মডেলগুলো হলো: ঋী-৮২গঝ, ঋী-১০০গঝ, ঋী-৫৭০গঝ, ঋী-৯৯১গঝ, ঋী-৯৯১ঊী, ঋী-৯৯১ঊঝ, ঋী-৯৯১ঊঝ চষঁং এবং ঋী-৯৯১ঈড মডেল ব্যবহার করতে পারবে। এছাড়া সাধারণ (নন–সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে। অনুমোদিত মডেলের বাইরে অন্য কোনো প্রোগ্রামেবল বা নিষিদ্ধ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

৫। পরীক্ষা শুরুর ১ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পূর্বে কোনো পরীক্ষার্থীর উত্তরপত্র জমা নেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার্থীকে প্রাকৃতিক কোনো জরুরি কারণ ছাড়া কক্ষের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। পরীক্ষা শেষে কক্ষপরিদর্শকরা উত্তরপত্র সংগ্রহ করার পূর্ব পর্যন্ত কোনো পরীক্ষার্থীকে আসন ত্যাগ করতে দেওয়া হবে না।

৬। পরীক্ষার্থীদের অবশ্যই হাজিরা খাতায় স্বাক্ষর করতে হবে।

৭। পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট পূর্বে সতর্ক ঘণ্টা বাজানো হবে এবং সমাপ্তি ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীদের নিকট থেকে উত্তরপত্র জমা নেওয়া হবে।

এদিকে, অতিরিক্ত উত্তরপত্র (লুজ শিট) ব্যবহার করলে তাতে নাম, রোল, পরীক্ষা কেন্দ্র ও বিষয় কোড সঠিকভাবে লিখতে হবে। অতিরিক্ত উত্তরপত্রটি নেওয়ার সময় কক্ষ পরিদর্শকের স্বাক্ষর আছে কি না নিশ্চিত হয়ে নিতে হবে। পরীক্ষা শেষ হওয়ার আগে মূল উত্তরপত্রের কভার পেজে লুজ শিটের সংখ্যা লিখতে হবে। লুজ শিটে লেখা উত্তরগুলো ক্রমানুসারে সাজিয়ে স্ট্যাপল বা সেলাই করে জমা দিতে হবে।

সানা/আপ্র/২৭/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা

দীর্ঘ ১৬ বছর পর ফের জুনিয়র বৃত্তি পরীক্ষা রোববার, সাত নির্দেশনা

আপডেট সময় : ০৯:৫১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৬ বছর পর এবার অনুষ্ঠিত হচ্ছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা।  রোববার (২৮ ডিসেম্বর) এ পরীক্ষা শুরু হবে। প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা হবে। আগামী ৩১ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, পাঁচটি বিষয়ের ওপর এ বছর ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে ১০০ নম্বর করে ৩০০ পরীক্ষা হবে। আর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় দুই বিষয় মিলিয়ে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এ বছর অষ্টম শ্রেণি থেকে বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ৪০ শতাংশ বাছাইকৃত শিক্ষার্থী এ পরীক্ষা দিতে পারছে।

পরীক্ষার্থীদের জন্য জরুরি ৭ নির্দেশনা-
১। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। বিশেষ কারণে দেরি হলে রেজিস্টার খাতায় তথ্য লিখে প্রবেশের অনুমতি নেওয়া যেতে পারে।

২। কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবে না।

৩। পরীক্ষার্থীরা নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে বলপেন দিয়ে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৪। পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। মডেলগুলো হলো: ঋী-৮২গঝ, ঋী-১০০গঝ, ঋী-৫৭০গঝ, ঋী-৯৯১গঝ, ঋী-৯৯১ঊী, ঋী-৯৯১ঊঝ, ঋী-৯৯১ঊঝ চষঁং এবং ঋী-৯৯১ঈড মডেল ব্যবহার করতে পারবে। এছাড়া সাধারণ (নন–সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে। অনুমোদিত মডেলের বাইরে অন্য কোনো প্রোগ্রামেবল বা নিষিদ্ধ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

৫। পরীক্ষা শুরুর ১ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পূর্বে কোনো পরীক্ষার্থীর উত্তরপত্র জমা নেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার্থীকে প্রাকৃতিক কোনো জরুরি কারণ ছাড়া কক্ষের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। পরীক্ষা শেষে কক্ষপরিদর্শকরা উত্তরপত্র সংগ্রহ করার পূর্ব পর্যন্ত কোনো পরীক্ষার্থীকে আসন ত্যাগ করতে দেওয়া হবে না।

৬। পরীক্ষার্থীদের অবশ্যই হাজিরা খাতায় স্বাক্ষর করতে হবে।

৭। পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট পূর্বে সতর্ক ঘণ্টা বাজানো হবে এবং সমাপ্তি ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীদের নিকট থেকে উত্তরপত্র জমা নেওয়া হবে।

এদিকে, অতিরিক্ত উত্তরপত্র (লুজ শিট) ব্যবহার করলে তাতে নাম, রোল, পরীক্ষা কেন্দ্র ও বিষয় কোড সঠিকভাবে লিখতে হবে। অতিরিক্ত উত্তরপত্রটি নেওয়ার সময় কক্ষ পরিদর্শকের স্বাক্ষর আছে কি না নিশ্চিত হয়ে নিতে হবে। পরীক্ষা শেষ হওয়ার আগে মূল উত্তরপত্রের কভার পেজে লুজ শিটের সংখ্যা লিখতে হবে। লুজ শিটে লেখা উত্তরগুলো ক্রমানুসারে সাজিয়ে স্ট্যাপল বা সেলাই করে জমা দিতে হবে।

সানা/আপ্র/২৭/১২/২০২৫