বিনোদন ডেস্ক: বাংলায় ভাষান্তর করে তুরস্কের তিনটি সিনেমা দেখাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে। রোমান্টিক, অ্যাকশন ও কমেডি এই তিন ঘরানার সিনেমা তিনটিতে অভিনয় করেছেন তুরস্কের তারকা অভিনেতা বুরাক ওসজিভিত। বিজ্ঞপ্তিতে দীপ্ত প্লে কর্তৃপক্ষ জানিয়েছে, ভালোবাসা দিবসকে ঘিরে গত শুক্রবার থেকে প্রচারে এসেছে এই তিনটি সিনেমা। তুরস্কের ‘আশক সানা বেনয্যার’ সিনেমাটি বাংলায় ভাষান্তর হয়ে দীপ্ততে এসেছে ‘লাভ লাইক ইউ’ নামে।
সিনেমার গল্পে দেখা গেছে, আলী সমুদ্রতীরের গ্রামের একজন জেলে। সে মাছ ধরে আর তার বন্ধুর সাথে সমুদ্রতীরে পারিবারিক রেস্তোরাঁ চালায়। একদিন দেনিয নামের সুন্দরী এবং রহস্যময় এক নারী গ্রামে আসে। আলী দেনিযকে দেখে মুগ্ধ হয়ে যায় এবং এক পর্যায়ে তারা একে অপরের প্রেমে পড়ে। কিন্তু তাদের এই সুন্দর জীবনে হঠাৎ দুর্বিষহ এক অতীত হানা দেয়। এমনই গল্পে এগিয়ে যাবে ‘লাভ লাইক ইউ’ সিনেমাটি। অ্যাকশনধর্মী সিনেমা ‘জান ফিদা’ বাংলায় ভাষান্তর হয়ে দীপ্ততে এসেছে ‘টু ডাই ফর’ নামে। চিত্রনাট্যে তুর্কি সীমান্ত ঘেঁষা সিরিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলা উগ্রপন্থিরা তুর্কি সীমান্তেও ঘাঁটি বানিয়েছে। সীমান্ত এলাকা থেকে উগ্রপন্থিদের উৎখাত করতে ক্যাপ্টেন আল্পআর্সলানের নেতৃত্বে স্পেশাল ফোর্সের একটা দলকে অভিযানে পাঠানো হয়।
লড়াইয়ের এক পর্যায়ে সন্ত্রাসীদের তীব্র আক্রমণে বেঁচে থাকার আশা হারিয়ে ফেলে আল্পআর্সলানের দল। ঠিক এমন সময় বিমান থেকে সেখানে বোমা বর্ষণের জন্য তাদের সাথে যোগ দেয় পাইলট ক্যাপ্টেন ওনুর কেসকিন। সন্ত্রাসীদের ঘাঁটি গুঁড়িয়ে দিতে পারলেও তাদের ছোঁড়া একটি রকেটের আঘাতে বিমান বিধ্বস্ত হয়ে যায়। ক্যাপ্টেন আল্পআর্সলান সিদ্ধান্ত নেন যেভাবেই হোক তারা ক্যাপ্টেন ওনুরকে উদ্ধার করবে। শুরু হয় নতুন অভিযান। দেশপ্রেম আর মানবতার গল্প তুলে ধরা হয়েছে ‘টু ডাই ফর’ সিনেমায়।
তুর্কির ‘কারদেশিম বেনিম’ নামের সিনেমাটি দীপ্ততে মুক্তি পেয়েছে ‘মাই ব্রাদার’ নামে। সিনেমার গল্প দুই ভাই হাকান আর ওযানকে নিয়ে। যারা তুরস্কের বিখ্যাত দুই সঙ্গীতশিল্পী। সম্পর্কের টানাপোড়েনে অনেক দিন ধরেই দ্বন্দ্ব চলছে দুই ভাইয়ের মাঝে। একদিন তাদের বাবা মারা যায়। তবে মৃত্যুর দুই সপ্তাহ আগে একটি ভাঙা গাড়ি দুই ভাইয়ের মাঝে ভাগ করে দেন। ভাগাভাগিতে গাড়ি পায় একজন, আর আরেক ভাই পায় চাবি। ওই ব্যক্তি তার দুই ছেলেকে অনুরোধ করেন একটি বিয়ের অনুষ্ঠানে একসাথে গান গাওয়ার জন্যও। অনিচ্ছা সত্ত্বেও বাবার শেষ অনুরোধ রাখার চেষ্টা করেন তারা। দুই ভাইয়ের সম্পর্ক যখন স্বাভাবিক হয়ে আসে, ঠিক তখনই তারা এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। এমনই এক পারিবারিক গল্পের সিনেমা ‘মাই ব্রাদার’। দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল সিনেমাগুলোর সংলাপ করেছেন এবং কণ্ঠাভিনয় করেছেন দীপ্ত কণ্ঠাভিনয় টিম। প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।