ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

দীপু দাসকে পুড়িয়ে হত্যার নিন্দা জানিয়ে কটাক্ষের মুখে বলিউডের জাহ্নবী

  • আপডেট সময় : ০২:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতীয় শিল্পীদের উদ্বেগ প্রকাশ নতুন কিছু নয়। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে মাঝেমধ্যেই তারা হতাশা ও উদ্বেগের কথা জানান। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে একটি পোস্ট দেন জাহ্নবী। সেখানে তিনি বাংলাদেশের পরিস্থিতির সমালোচনার পাশাপাশি দীপু দাসের হত্যার নিন্দা জানান।

কিন্তু সেই মন্তব্যের পরই অনলাইনে সমালোচনার মুখে পড়েন শ্রীদেবীর মেয়ে। তার পোস্টের পর জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠী তাকে কটাক্ষ করেন। বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত হয়। এরপর অনেকেই জাহ্নবীকে নিয়ে কটাক্ষ করতে থাকেন।

এরপর জাহ্নবীর ভক্তরাও সরব হন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষে কথা বলার কারণে জাহ্নবীর ব্যক্তিগত বিষয় নিয়ে খোঁচা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিয়ে নীরব থাকেননি ধ্রুব রাঠীও। এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয় নিয়ে তিনি নিজেই আগে ভিডিও তৈরি করেছেন। তাই এই ইস্যুতে জাহ্নবীকে সমালোচনার প্রশ্নই ওঠে না। তিনি আরো বলেন, তিনি ঘুরিয়ে নয়, সরাসরি নিজের মত প্রকাশ করেন এবং কোনো প্রভাবশালী ব্যক্তি বা তারকার নাম দেখে ভয় পান না।

উল্লেখ্য, বলিউডের নানা বিষয় নিয়ে খোলামেলা মন্তব্যের জন্য ধ্রুব রাঠী আগেও আলোচনায় এসেছেন। এর আগে রণবীর সিংয়ের একটি চলচ্চিত্রের প্রচার ও নির্মাণ নিয়েও তিনি তীব্র সমালোচনা করেছিলেন।

বাংলাদেশ প্রসঙ্গকে ঘিরে জাহ্নবী কাপুর ও ধ্রুব রাঠীর এই বিতর্ক এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এসি/আপ্র/২৯/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ ৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

দীপু দাসকে পুড়িয়ে হত্যার নিন্দা জানিয়ে কটাক্ষের মুখে বলিউডের জাহ্নবী

আপডেট সময় : ০২:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতীয় শিল্পীদের উদ্বেগ প্রকাশ নতুন কিছু নয়। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে মাঝেমধ্যেই তারা হতাশা ও উদ্বেগের কথা জানান। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে একটি পোস্ট দেন জাহ্নবী। সেখানে তিনি বাংলাদেশের পরিস্থিতির সমালোচনার পাশাপাশি দীপু দাসের হত্যার নিন্দা জানান।

কিন্তু সেই মন্তব্যের পরই অনলাইনে সমালোচনার মুখে পড়েন শ্রীদেবীর মেয়ে। তার পোস্টের পর জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠী তাকে কটাক্ষ করেন। বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত হয়। এরপর অনেকেই জাহ্নবীকে নিয়ে কটাক্ষ করতে থাকেন।

এরপর জাহ্নবীর ভক্তরাও সরব হন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষে কথা বলার কারণে জাহ্নবীর ব্যক্তিগত বিষয় নিয়ে খোঁচা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিয়ে নীরব থাকেননি ধ্রুব রাঠীও। এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয় নিয়ে তিনি নিজেই আগে ভিডিও তৈরি করেছেন। তাই এই ইস্যুতে জাহ্নবীকে সমালোচনার প্রশ্নই ওঠে না। তিনি আরো বলেন, তিনি ঘুরিয়ে নয়, সরাসরি নিজের মত প্রকাশ করেন এবং কোনো প্রভাবশালী ব্যক্তি বা তারকার নাম দেখে ভয় পান না।

উল্লেখ্য, বলিউডের নানা বিষয় নিয়ে খোলামেলা মন্তব্যের জন্য ধ্রুব রাঠী আগেও আলোচনায় এসেছেন। এর আগে রণবীর সিংয়ের একটি চলচ্চিত্রের প্রচার ও নির্মাণ নিয়েও তিনি তীব্র সমালোচনা করেছিলেন।

বাংলাদেশ প্রসঙ্গকে ঘিরে জাহ্নবী কাপুর ও ধ্রুব রাঠীর এই বিতর্ক এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এসি/আপ্র/২৯/১২/২০২৫