বিনোদন ডেস্ক : শিশুশিল্পী থেকে এখন নায়িকা হিসেবে সিনেমায় দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তার সঙ্গে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন অনেকদিনের।
তবে এই গুঞ্জন একেবারে উড়িয়ে দিয়েছেন তাদের দুজনই। বারবার দীঘিকে কাছে বন্ধু দাবি করে আসছেন আফ্রিদি, এবার তিনি এই অভিনেত্রীকে ‘ছোট বোন’ বললেন। সম্প্রতি ফেসবুকে দীঘিকে নিয়ে লাইভে আসেন তৌহিদ আফ্রিদি। লাইভে আসা এক মন্তব্য পড়ে তৌহিদ জানান, ‘দীঘি তার ছোট বোন। বার বার বলবো, বন্ধু দীঘি আমার ছোট বোন। ’সেসময় তার পাশেই ছিলেন দীঘি। তৌহিদের কথা শুনে দীঘি হেসে ফেলেন।
এছাড়া তৌহিদের নতুন একটি ভ্লগে তার পরিবারের সদস্য ও বন্ধুদের দেখা গেছে। সেখানে ছিলেন দীঘিও। সেখানে দীঘিকে কাছের বন্ধু বলে পরিচয় করিয়ে দেন তৌহিদ। ভ্লগে তৌহিদের মা জানান, ‘দীঘি তৌহিদের বোন।’ ভ্লগে তৌহিদ আফ্রিদি নিয়ে দীঘি বলেন, ‘সে আমার বেস্ট ফ্রেন্ড’।
দীঘিকে ‘ছোট বোন’ বললেন তৌহিদ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ