ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর

  • আপডেট সময় : ০৮:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নির্ধারিত সময়ের একদিন আগেই ভারতে পৌঁছেছেন।

বুধবার (১৯ নভেম্বর) নয়াদিল্লি পৌঁছানোর কথা থাকলেও সেই পরিকল্পনা বাদ দিয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার পর নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির ঐতিহ্যবাহী হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে।

সেদিন সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে মূল সম্মেলন শুরু হবে। মধ্যাহ্নভোজের পর এই সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে। ওই দিন বিকেলেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ঢাকার উদ্দেশে দিল্লি ছাড়ার কথা রয়েছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের এই ভারত সফর এমন এক সময় হলো, যখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক গভীর অস্থিরতা বিরাজ করছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

জানা গেছে, বর্তমানে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য অন্তর্বর্তী সরকার এরইমধ্যে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এই স্পর্শকাতর পরিস্থিতিতে খলিলুর রহমানের ভারত সফরটি দুই দেশের নিরাপত্তা ও রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।

ওআ/আপ্র/১৮/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর

আপডেট সময় : ০৮:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নির্ধারিত সময়ের একদিন আগেই ভারতে পৌঁছেছেন।

বুধবার (১৯ নভেম্বর) নয়াদিল্লি পৌঁছানোর কথা থাকলেও সেই পরিকল্পনা বাদ দিয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার পর নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির ঐতিহ্যবাহী হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে।

সেদিন সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে মূল সম্মেলন শুরু হবে। মধ্যাহ্নভোজের পর এই সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে। ওই দিন বিকেলেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ঢাকার উদ্দেশে দিল্লি ছাড়ার কথা রয়েছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের এই ভারত সফর এমন এক সময় হলো, যখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক গভীর অস্থিরতা বিরাজ করছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

জানা গেছে, বর্তমানে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য অন্তর্বর্তী সরকার এরইমধ্যে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এই স্পর্শকাতর পরিস্থিতিতে খলিলুর রহমানের ভারত সফরটি দুই দেশের নিরাপত্তা ও রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।

ওআ/আপ্র/১৮/১১/২০২৫