ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

দিল্লির এআইআইএমএস হাসপাতালে আগুন

  • আপডেট সময় : ১২:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ১৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে আগুন লেগেছে। গত বুধবার রাতে হাসপাতালের নবম তলায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ২২টি ইঞ্জিন।
দমকল বাহিনী সূত্র জানিয়েছে, বুধবার রাত ১০টা ৩২ মিনিট নাগাদ তাদের কাছে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই সব রোগীদের সুরক্ষিত অবস্থায় বের করে আনা হয়। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
সূত্র জানিয়েছে, হাসপাতালের কনভারজেন্স ব্লকে আগুন লাগে। এই ব্লকে মূলত ল্যাবরেটরি ও পরীক্ষার সঙ্গে যুক্ত অন্যান্য বিভাগ রয়েছে। দমকল বাহিনী জানিয়েছে, নবম তলায় একটি রেফ্রিজারেটর থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। যদিও ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে অগ্নিনির্বাপণ কর্মীরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দিল্লির এআইআইএমএস হাসপাতালে আগুন

আপডেট সময় : ১২:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে আগুন লেগেছে। গত বুধবার রাতে হাসপাতালের নবম তলায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ২২টি ইঞ্জিন।
দমকল বাহিনী সূত্র জানিয়েছে, বুধবার রাত ১০টা ৩২ মিনিট নাগাদ তাদের কাছে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই সব রোগীদের সুরক্ষিত অবস্থায় বের করে আনা হয়। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
সূত্র জানিয়েছে, হাসপাতালের কনভারজেন্স ব্লকে আগুন লাগে। এই ব্লকে মূলত ল্যাবরেটরি ও পরীক্ষার সঙ্গে যুক্ত অন্যান্য বিভাগ রয়েছে। দমকল বাহিনী জানিয়েছে, নবম তলায় একটি রেফ্রিজারেটর থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। যদিও ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে অগ্নিনির্বাপণ কর্মীরা।